শনিবার, ২৪ জানুয়ারী ২০২৬, ০৯:৪০ অপরাহ্ন

মনে হচ্ছিল চোখ দিয়েই আমাকে ধর্ষণ করে ফেলবে

ভিশন বাংলা ২৪ ডেস্ক :
  • আপডেট টাইম : রবিবার, ৭ জুলাই, ২০১৯

ডেস্ক রিপোর্ট: রেস্তোরাঁয় যৌন হয়রানির শিকার হয়ে মেজাজ হারিয়েছেন অভিনেত্রী এষা গুপ্তা। তিনি বলেন, এমনভাবে ওই রেস্তোরাঁর মালিক আমার দিকে তাকাচ্ছিল, মনে হচ্ছিল চোখ দিয়েই আমাকে ধর্ষণ করে ফেলবে।

ঘটনা হলো, দিল্লিতে এক রেস্টুরেন্টে খেতে গিয়েছিলেন এষা। নিজের বন্ধুদের সঙ্গে ডিনারে গিয়েছিলেন অভিনেত্রী। সেখানে গিয়েই হেনস্থার শিকার হন তিনি। এষা লক্ষ্য করেন, একজন অজ্ঞাত পরিচয় ব্যক্তি তার দিকে এমনভাবে তাকিয়ে আছে, যাতে মনে হচ্ছে চোখ দিয়েই ধর্ষণ ফেলবেন উনি। অনেক ক্ষণ ধরে বিষয়টি লক্ষ্য করে এভাবে আচরণ করতে তাকে বারণ করেন এষা।

কিন্তু প্রথমে অভিনেত্রীর কথায় পাত্তা দেননি ওই ব্যক্তি। পরপর তিনবার বলার পরে তবেই ছাড় পান তিনি। অশ্লীল এই দৃশ্য মোবাইল বন্দী হয়ে যায় নিমেষেই। এই ভিডিওতে দেখা গেছে অভিনেত্রীর বর্ণনা করা পুরো বিষয়টি।
ভিডিও শেয়ার করে এষা জানিয়েছেন, এই মানুষটি আমাকে চোখ দিয়েই ধর্ষণ করে দেবে, এভাবে কেউ কাউকে দেখে না। ভাগ্যিস আমার সঙ্গে দু’জন বর্ডিগাড ছিল আমার। রেস্টুরেন্টের সিসিটিভি দেখলেও আপনারা বুঝে যাবেন। উনি নিশ্চয় কাউকে ধর্ষণ করবেন ভবিষ্যতে।

তিনি আরও জানান, যদি আমার মতো একজন তারকা দেশে নিরাপত্তার অভাব বোধ করেন তাহলে, আর চার-পাঁচজন নারীরা কী অবস্থাতে আছেন? আমার নিজস্ব বডিগার্ড আছে তাও এই অবস্থা! নিজেকে ধর্ষিতা মনে হচ্ছে আমার। এসব মানুষকে পিটিয়ে মারা উচিত।

এষা নিজের টুইটার অ্যাকাউন্টে আরও লিখেছেন, মানছি উনি আমাকে ছুঁয়ে দেখেননি, কিন্তু যেভাবে একজন নৃশংস পশুর মতো আমাকে দেখছিলেন সেটা কোনও ফ্যান কিংবা সাধারণ মানুষ দেখে না।গতকাল রাতেই ওই ভিডিও সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন অভিনেত্রী।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Theme Developed BY ThemesBazar.Com