বুধবার, ২৭ নভেম্বর ২০২৪, ০৩:১৬ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
ঈশ্বরদী টিভি রিপোর্টার্স ক্লাবের আত্মপ্রকাশ, সভাপতি চ‍্যানেল এস এর বায়েজিদ, সম্পাদক বিজয় টিভির সবুজ কসবায় বিএসএফের গুলিতে দুই বাংলাদেশী আহত কটিয়াদীতে হেলমেট ও লাইসেন্সবিহীন মোটরসাইকেল চালকদের জরিমানা বিয়ের ৪ মাসের মাথায় যৌতুকের দাবিতে নববধূকে পিটিয়ে আহত মুরগির বাচ্চায় দিনে ৯ কোটি টাকা লোপাট নরসিংদীতে জাতীয়তাবাদী মহিলা দলের উঠান বৈঠক কর্মীসভা অনুষ্ঠিত হরিপুরে গ্রামবাংলার ঝোপঝাড় হতে বিলুপ্তির পথে কুচফল ওয়াজের মাঠ কাপানো আর নারীদের খাট কাপানো হুজুর মুফতি মুহাম্মদ শফিকুজ্জামান দলীয় শৃঙ্খলা ভঙ্গ করায় ৮০০ নেতার বিরুদ্ধে বিভিন্ন শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে: রিজভী নির্বাচন কবে, সেই ঘোষণা হবে প্রধান উপদেষ্টার পক্ষ থেকেই : প্রেস উইং
সুপার ওভারের থ্রিলারে বিশ্ব চ্যাম্পিয়ন ইংল্যান্ড

সুপার ওভারের থ্রিলারে বিশ্ব চ্যাম্পিয়ন ইংল্যান্ড

ক্রীড়া ডেস্ক: ১৯৯২ সালের পর বিশ্বকাপের ফাইনালে উঠে ইংলিশরা। ঠিক ২৭ বছর পর। অন্যদিকে নিরপেক্ষ দর্শকদের কাছে অপেক্ষাটা ২৩ বছরের। কারণ, ১৯৯৬ বিশ্বকাপেই সর্বশেষ নতুন কোনো চ্যাম্পিয়ন পেয়েছিল ক্রিকেট। সেবার সবাইকে চমকে শিরোপা জিতে শ্রীলঙ্কা। তবে এবার সেই অপেক্ষার প্রহর শেষ হয়। ২৩ বছর পর বিশ্ব পেল নতুন চ্যাম্পিয়ন হয় ইংল্যান্ড।

এবারের বিশ্বকাপের পথচলা দেড় মাসের। ৪৭ ম্যাচের দীর্ঘ টুর্নামেন্টে অনেক উত্থান-পতন ও নাটকীয়তা, সাফল্য-ব্যর্থতার অনেক গল্প শেষে বিশ্বকাপ এখন অপেক্ষায় শেষ রোমাঞ্চের। নতুন চ্যাম্পিয়নকে স্বাগত জানাতে প্রস্তুত ছিল ক্রিকেটের তীর্থস্থান লর্ডস। অপেক্ষায় ছিল পুরো ক্রিকেট বিশ্ব।

আর সে লক্ষ্যে নেমে নির্ধারিত ৫০ ওভারে ২৪১  রান সংগ্রহ করে নিউজিল্যান্ড। উড-আর্চার-ওকসসের চাপের মুখে বড়সড় স্কোর গড়তে ব্যর্থ হয় নিউজিল্যান্ড।  তবে এই রানের লক্ষ্যে নেমেও চাপকে জয় করতে ব্যর্থ হয় স্বাগতিক টিম।  নির্ধারিত ওভারে তারাও আটকে যায় ২৪১ রানে। যে কারণ ম্যাচটি টাই হয়ে যায়। সুপার ওভারের সাহায্য নিতে হয় আম্পায়ারকে।

সুপার ওভারে প্রথমে ব্যাট করতে নেমে ১৫ রান করে ইংল্যান্ড। ১৬ রানের জবাবে ব্যাট করতে নামেন জিমি নিশাম ও মার্টিন গাপটিল। অন্যদিকে বোলিংয়ে জোফরা আর্চার। প্রথম বল ওয়াইড দিয়ে অতিরিক্ত ১ রান দেন আর্চার। এরপর প্রথম বলে ২ রান দেন নিশাম। দ্বিতীয় বলে ৬ হাঁকান নিশাম। তৃতীয় বলে ২ রান করেন নিশাম। চতুর্থ বলেও ২ নেন নিশাম।

পঞ্চম বলে ১ রান নেন নিশাম। যার ফলে শেষ বলে দরকার ছিল ২ রানের। স্ট্রাইকে ছিলেন গাপটিল। শেষ বলে ১ রান নেন এবং দ্বিতীয় রান নিতে গিয়ে রান আউট হন গাপটিল। সুপার ওভারেও ড্র হয় ম্যাচ এবং জিতে যায় ইংল্যান্ড। সুপার ওভারে ড্র হলেও বাউন্ডারি সংখ্যায় এগিয়ে থাকায় বিশ্বকাপের শিরোপা জিতল ইংল্যান্ড।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com