শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ০৭:৫৫ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
উত্তরা ব্যাংকের এমডি রবিউল হোসেনের দৃষ্টান্তমূলক শাস্তি ও অপসারনের দাবিতে রাজপথে বিল্পবী ছাত্র জনতা ইসরায়েলি বর্বর হামলায় গাজায় নিহতের সংখ্যা ছাড়াল ৪৪ হাজার সেনাকুঞ্জে খালেদা জিয়াকে দেখে কেঁদে ফেললেন মির্জা ফখরুল সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে ওসমানী জাতীয় স্মৃতি পরিষদ-এর বিশেষ বাণী জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিলের সদস্য হলেন বীর মুক্তিযোদ্ধা খ. ম. আমীর আলী ছাত্র বৈষম্য আন্দোলনে আহতদের জন্য আর্থিক সহায়তা নিয়ে পাশে বিএনপি নেতা মোঃ সাইফুল ইসলাম নরসিংদীর মনোহরদীতে প্রথমবারের মতো বিজ্ঞানক্লাব ‘নেবুলাস’-এর যাত্রা শুরু প্রথমবারের মতো সচিবালয়ে প্রধান উপদেষ্টা ড. ইউনূস গার্মেন্টস ব্যবসায়িদের নিঃস্ব করে কোটি টাকা প্রতারণা করে লাপাত্তা কৃষক লীগ নেতা হান্নান শেখ! টাকার বিনিময়ে বিদ্যুতের তার খাম্বা মিটার এনে দেন ইলেকট্রিশিয়ান জুলিয়ান!
সুরক্ষিত দুর্গেই কিংসের উৎসব!

সুরক্ষিত দুর্গেই কিংসের উৎসব!

ক্রীড়া প্রতিবেদক : শিরোপার সব আয়োজন তাদের ভেস্তে গেছে সিলেটে। হয়তো বা নিজেদের হোম ভেন্যু নীলফামারীতে উৎসব হবে বলেই বাড়িয়েছে অপেক্ষা। মোহামেডানের বিপক্ষে আজ হতে পারে সেই মোক্ষ লাভের দিন, সাদা-কালোদের হারিয়ে অভিষেকে শিরোপার রঙে রাঙিয়ে যেতে পারে বসুন্ধরা কিংস।

শিরোপার মাত্র হাতছোঁয়া দূরত্বে দাঁড়িয়ে তারা। চার ম্যাচে দরকার ছিল মাত্র ৩ পয়েন্ট। সিলেটে গত ম্যাচে প্রথম হারের বিস্বাদের পর কিংসের দারকার তিন ম্যাচে ৩ পয়েন্ট। মোহামেডানের বিপক্ষে আজ হারলেও তেমন সমস্যা নেই, শিরোপাঝুঁকির মুখে পড়ার শঙ্কা খুব নেই। এর পরও খেলোয়াড়-কর্মকর্তারা আর অপেক্ষা বাড়াতে চান না। নিজেদের হোম ভেন্যুতেই তাঁরা শিরোপার আনন্দযজ্ঞ করতে চান। তবে সিলেটের মতো ম্যাচের আগে ম্যাচ জিতে যাওয়ার বাড়াবাড়িতে ওঠার ভুল করতে চান না। কিংসের টেকনিক্যাল ডিরেক্টর যোবায়ের নিপু বলছেন, ‘সিলেটে শেখ রাসেলের বিপক্ষে খেলার আগে আমাদের অতি আত্মবিশ্বাসে পেয়ে বসেছিল। ম্যাচের আগে ছবি তোলার হিড়িক পড়ে গিয়েছিল। সেই ভুল এখানে আর হবে না, আগে মাঠে পারফরম করে ম্যাচ জেতা এবং তারপর হবে সব উৎসব। প্রতিপক্ষ মোহামেডান, সুতরাং কোনোভাবেই এটা সহজ ম্যাচ নয়। এই বার্তাটা খেলোয়াড়দের মাথায় ঢুকিয়ে দেওয়া হয়েছে।’

প্রতিপক্ষ হিসেবে শেখ রাসেল অবশ্যই মোহামেডানের চেয়ে অনেক কঠিন। সেটা ভুলে যাওয়ায় আগের ম্যাচে যেন ফোকাসটা নড়ে গিয়েছিল কিংসের খেলোয়াড়দের। তারই ফল পেয়েছে, তাদের টানা জয়ের রেকর্ডটা হোঁচট খেয়েছে পঞ্চদশ ম্যাচে গিয়ে। মুদ্রার ওপিঠ দেখাও হয়ে গেছে ২০ ম্যাচ অপরাজিত থাকা দলের। কিংস কোচ অস্কার ব্রুজোন এটাকে সহজভাবেই নিয়েছেন, ‘আগের ম্যাচে আমাদের অপরাজিত থাকার রেকর্ড শেষ হয়েছে। এটা হতেই পারে, বিশ্বের যেকোনো ভালো দলের একটা বাজে দিন আসতেই পারে। অনেক বড় বড় দলের ক্ষেত্রেই সেটা দেখা যায়। এই ম্যাচে দল আবার আগের ধারায় ফিরবে আশা করি। নিজেদের মাঠে চমৎকার খেলে তারা শিরোপা উপহার দিতে পারে দলকে।’ মোহামেডানের বিপক্ষে স্প্যানিশ কোচ জয়ের ছন্দটাই ফেরাতে চাইছেন দলে। প্রত্যেকে খেলায় মনোযোগী থাকলে এটা ফিরবেই, তখন ম্যাচ জেতাও আগের মতো সহজ হয়ে যাবে। তবে মোহামেডানও এখন আগের চেয়ে গোছানো দল, গতবারের চ্যাম্পিয়নদের ৪ গোলে উড়িয়ে দিয়ে পরের ম্যাচে নোফেলকে হারিয়েছে ৩-১ গোলে। এই লিগে প্রথম টানা দ্বিতীয় জয় পাওয়া সাদা-কালোরাও চাইছে নীলফামারীতে গিয়ে আরেকবার চমকে দিতে।

আগের সেই দাপট না থাকলেও মোহামেডানের হঠাৎ জাগরণ দেখে যেন বসুন্ধরা কিংস কোচ সতর্ক, ‘দ্বিতীয় লেগে মোহামেডান ভালো খেলছে, আবাহনীকে হারিয়েছে। ভালো কয়েকজন খেলোয়াড় যোগ হয়েছে ওই দলে। সুতরাং তাদের বিপক্ষে জিততে হলে আমাদের সেরাটাই দিতে হবে এবং কৌশল অনুযায়ী খেলতে হবে।’ সাদা-কালোরা খেলছে কাউন্টার অ্যাটাকে। প্রতিপক্ষের আক্রমণ থামিয়ে মালির ফরোয়ার্ড সুলেমান দিয়াবাতের গতিকে কাজে লাগাচ্ছেন তাদের অস্ট্রেলিয়ান কোচ শন লেইন। কাউন্টারে সুলেমানের গতি বড় ভয়ংকর, তাতেই তছনছ হয়ে গেছে আবাহনী রক্ষণ। রক্ষণ ছেড়ে তাই আক্রমণে উঠলেই বিপদে পড়তে পারে কিংস। তবে কিংসের রক্ষণও খুব ভালো, ২১ ম্যাচে গোল খেয়েছে মাত্র ১২টি। আর দিয়েছে ৫০টি। গোল দেওয়া-নেওয়ার পরিসংখ্যানেও যেন চ্যাম্পিয়ন দলের চেহারা তাদের।

অস্কার ব্রুজোন তাই এ ম্যাচ নিয়ে সতর্ক হলেও শঙ্কিত নন, ‘আমি জানি আমার খেলোয়াড়দের সামর্থ্য, তারা সেরাটা দিলে ম্যাচ বের করা সমস্যা নয়। গোল নিয়েও আমাদের দুশ্চিন্তা নেই। তারা সবাই ফিট এবং ম্যাচ জেতার জন্য মারিয়া। মাঠের খেলায় সেটা দেখা গেলে আর কোনো সমস্যা নেই।’ ১১ গোল করে দেশি স্ট্রাইকারদের মধ্যে দ্বিতীয় সর্বোচ্চ গোলদাতা মতিন মিয়া ইনজুরির কারণে আগের ম্যাচে ছিলেন না একাদশে। ছিলেন না ইমন মাহমুদও। আজ তাঁদের দেখা যাবে শুরু থেকেই। তাই সেরা একাদশ নিয়েই বসুন্ধরা কিংস নামছে শিরোপাযুদ্ধে। সঙ্গে নিজেদের চেনা নীলফামারীর মাঠ, শিরোপার নিষ্পত্তি হয়ে গেলে এই ভেন্যুও ঢুকে যাবে রেকর্ড বুকে।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com