ডেস্ক নিউজ: নাইজেরিয়ার উত্তরাঞ্চলীয় এলাকায় একটি শেষকৃত্যের অনুষ্ঠানে সমবেত জনতার ওপর চালানো সন্ত্রাসী হামলায় কমপক্ষে ৬৫ জনের মৃত্যু হয়েছে। সোমবার সকালে মার্কিন সংবাদমাধ্যম সিএনএন জানিয়েছে বোকো হারাম ওই হামলা চালিয়েছে।
জানা গেছে, দেশটির বোর্নো প্রদেশের রাজধানী মাইদুগুরির কাছে একটি গ্রামে একটি শেষকৃত্য অনুষ্ঠানের আয়োজন করা হয়। সে সময় মোটরসাইকেল এবং ভ্যানে করে বেশ কয়েকজন বন্দুকধারী ঘটনাস্থলে উপস্থিত হয়।
ঘটনাস্থলেই গুলিবিদ্ধ হয়ে বেশ কয়েকজনের মৃত্যু হয়। অপরদিকে হামলাকারীদের প্রতিহত করতে গিয়ে আরো বেশ কয়েকজন নিহত হয়েছে। ওই এলাকায় ইসলামি জঙ্গি গোষ্ঠীগুলোর দাপট বেড়ে গেছে। তারা সাম্প্রতিক সময়ে সেখানে একের পর এক হামলা চালিয়ে যাচ্ছে।
এদিকে, এই হামলার তীব্র নিন্দা জানিয়েছেন নাইজেরিয়ার প্রেসিডেন্ট মোহাম্মদ বুহারি। তিনি নৌবাহিনী এবং সেনাবাহিনীকে এই হামলার পেছনে দায়ীদের খুঁজে বের করার নির্দেশ দিয়েছেন।