শুক্রবার, ০১ নভেম্বর ২০২৪, ০২:১৫ অপরাহ্ন
আন্তর্জাতিক ডেস্ক: গৃহবন্দি অবস্থায় থাকা কাশ্মীরের সাবেক দুই মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহ, মেহবুবা মুফতিকে গ্রেফতার করা হয়েছে বলে জানা গেছে। তবে আইনশৃঙ্খলা বাহিনী বলছে, নিরাপত্তার কারণে তাদেরকে হেফাজতে নিয়েছে তারা।খবর এনডিটিভি ও এক্সপ্রেস ট্রিবিউন উর্দূর।
খবরে বলা হয়েছে, সোমবার কাশ্মীরকে বিশেষ মর্যাদা দিয়ে ভারতীয় সংবিধানের ৩৭০ অনুচ্ছেদ বাতিলের পর তাদের গ্রেফতার করা হয়। রোববার থেকেই সাবেক এ দুই মুখ্যমন্ত্রীকে গৃহবন্দি করে রাখা হয়েছিল।
এনডিটিভি জানিয়েছে, শ্রীনগরের বাসা থেকে গ্রেফতারের পর মেহবুবা মুফতিকে স্থানীয় সরকারী গেস্ট হাউসে নিয়ে যাওয়া হয়েছে।
উল্লেখ্য, ভারতীয় সংবিধানে কাশ্মীরকে দেয়া বিশেষ মর্যাদার ৩৭০ অনুচ্ছেদটি বাতিলের নির্দেশনা দিয়েছেন দেশটির রাষ্ট্রপতি। উল্লেখিত অনুচ্ছেদটি বাতিলের কারণে অবধারিতভাবে সংবিধানের ৩৫-ক ধারারও বিলুপ্তি ঘটল।
স্বরাষ্ট্রমন্ত্রী এবং বিজেপি সভাপতি অমিত শাহ সোমবার সকালে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বাসভবনে মন্ত্রিসভার বৈঠকের পর রাজ্যসভায় এ ঘোষণা দেন। বিজেপি জোটের নির্বাচিত প্রতিশ্রুতি ছিল কাশ্মীরের বিশেষ মর্যাদা বাতিল করা।
এদিকে বিশেষ মর্যাদা বাতিলের পর উত্তেজনা ছড়িয়ে পড়েছে কাশ্মীরে। এর প্রেক্ষিতে রাজ্যটির সাবেক মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহ, মেহবুবা মুফতি ও রাজনীতিবিদ সাজ্জাদ লোনসহ আরো বেশ কয়েকজনকে গৃহবন্দি করা হয়।
পরে সোমবার রাতে ওমর আবদুল্লাহ, মেহবুবা মুফতিকে হেফাজতে নিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।
এক টুইটে মেহবুবা মুফতি লিখেছেন, আমাদের মতো নির্বাচিত প্রতিনিধিরা যারা শান্তির জন্য লড়াই করছি, তারা আজ গৃহবন্দি।
তিনি বলেন, বিশ্ব দেখছে, জম্মু ও কাশ্মীরে কীভাবে মানুষের কণ্ঠ রুদ্ধ করে দেয়া হয়েছে। যে কাশ্মীর এক ধর্মনিরপেক্ষ ভারতকে পছন্দ করেছে, সেখানে অকল্পনীয় মাত্রা নিপীড়ন চলছে। জেগে ওঠো ভারত।