রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ০৬:৪০ পূর্বাহ্ন
নিজস্ব প্রতিবেদক: বৃষ্টির কারণে গরুর হাট জমেনি। আসন্ন কোরবানির ঈদের আগে গাবতলী পশুর হাটে রাজা, বাদশাহ, প্রিন্স, রাজাবাবু নামের বড় বড় গরু নিয়ে ক্রেতার জন্য অপেক্ষায় আছে ব্যবসায়ীরা। তবে হাট শুরুর দ্বিতীয় দিনেও বিক্রিতে ভাটা। সেই সঙ্গে হাট ইজারাদারের নানা জটিলতায় চরম দুশ্চিন্তায় ফেলেছে গরু ব্যবসায়ীদের।
গত বুধবার থেকে ঢাকাসহ সারা দেশে আনুষ্ঠানিকভাবে পশুর হাট শুরু হয়েছে।
ঢাকায় সবচেয়ে বড় হাট গাবতলী পশুর হাট। সকাল থেকে বিকেল পর্যন্ত কখনো হালকা আবার কখনো ভারি বৃষ্টিতে বিপাকে পড়ে হাটে গরু নিয়ে আসা ব্যাপারী ও খামারিরা।
বৃষ্টির কারণে রাস্তায় দু-একটি গরুর দরদাম জিজ্ঞেস করে বাড়ি ফিরে যাচ্ছিল ক্রেতারা। অন্যদিকে সারা দিনের বৃষ্টিতে কর্দমাক্ত হাটে পশুর স্বাস্থ্য ঠিক রাখতেই হিমশিম খাচ্ছিল ব্যবসায়ীরা। গতকাল বৃহস্পতিবার রাজধানীর গাবতলী পশুর হাট, উত্তরার কাওলা এলাকার শিয়ালডাঙ্গা এবং খিলগাঁও রেলগেটসংলগ্ন মৈত্রী সংঘের মাঠে পশুর হাট ঘুরে এমন দৃশ্যই চোখে পড়ল। তবে বিক্রেতারা আশা করছে, আজ শুক্রবার থেকে জমে উঠতে পারে বেচাকেনা।