বুধবার, ০৫ নভেম্বর ২০২৫, ০২:০১ অপরাহ্ন

ডেঙ্গু আক্রান্ত ৯৪ চিকিৎসক

ভিশন বাংলা ২৪ ডেস্ক :
  • আপডেট টাইম : শুক্রবার, ২৩ আগস্ট, ২০১৯
  • ৩৮২

নিজস্ব প্রতিবেদক: দেশজুড়ে ছড়িয়ে পড়া ডেঙ্গুতে আক্রান্ত রোগীদের চিকিৎসায় নিয়োজিত চিকিৎসকসহ অন্যান্য স্বাস্থ্যকর্মীরাও ডেঙ্গুতে আক্রান্ত হচ্ছেন। এরমধ্যে চিকিৎসক রয়েছেন ৯৪ জন, নার্স রয়েছেন ১৩০ জন, অন্যান্য স্বাস্থ্যকর্মী রয়েছেন ৭৭ জন। ডেঙ্গু চিকিৎসা নিয়ে হাসপাতাল ছেড়েছেন ২৮৩ জন।

বৃহস্পতিবার (২২ আগস্ট) স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম এ তথ্য জানিয়েছে। ডেঙ্গু আক্রান্তদের সংখ্যা এই চলতি বছরের এক জানুয়ারি থেকে আজ বৃহস্পতিবার পর্যন্ত এ হিসাব থেকে পাওয়া গেছে।

কন্ট্রোল রুম জানায়, এরমধ্যে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল ২৫ জন চিকিৎসক, ২২ জন নার্স এবং অন্যান্য স্টাফসহ মোট আক্রান্ত হয়েছেন ৬২ জন। বর্তমানে একজন চিকিৎসক ও তিন জন নার্সসহ চার জন চিকিৎসাধীন রয়েছেন।

অপরদিকে, মিটফোর্ড হাসপাতালে চার জন নার্স আক্রান্ত হয়েছেন। এরমধ্যে একজন চিকিৎসাধীন রয়েছেন। আবার শহীদ সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ হাসপাতালে আক্রান্ত হয়েছেন ১১ জন চিকিৎসক, ১৪ জন নার্সসহ মোট ২৫ জন স্বাস্থ্যকর্মী। বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে আক্রান্ত হয়েছেন চার জন চিকিৎসক। পুলিশ হাসপাতালে আক্রান্ত হয়েছেন দুই জন চিকিৎসক ও তিন জন নার্স। অপরদিকে মুগদা মেডিক্যাল কলেজ হাসপাতালে আক্রান্ত হওয়া চিকিৎসকের সংখ্যা ১৪ জন আর নার্সের সংখ্যা ২২ জন। এরমধ্যে দুই জন নার্স চিকিৎসাধীন রয়েছেন। বিজিবি হাসপাতালে চার জন নার্সসহ আক্রান্ত হয়েছেন ১৮ জন স্বাস্থ্যকর্মী।

এছাড়া কুর্মিটোলা জেনারেল হাসপাতালে আক্রান্ত হওয়া চিকিৎসকের সংখ্যা চার জন, নার্সের সংখ্যা তিন জন এবং অন্যান্য স্বাস্থ্যকর্মী সাত জন। এরমধ্যে বর্তমানে ভর্তি আছেন তিন জন। অপরদিকে, ঢাকার বেসরকারি হাসপাতাল–ক্লিনিকে মোট ৩৪ জন চিকিৎসক, ৫৮ জন নার্স এবং ৪০ জন অন্যান্য স্বাস্থ্যকর্মীসহ মোট ১৩২ জন আক্রান্ত হয়েছেন।

বেসরকারি হাসপাতালগুলোর মধ্যে সবচেয়ে বেশি চিকিৎসক আক্রান্ত হয়েছেন ১৩ জন শহীদ মনসুর আলী মেডিক্যাল কলেজ হাসপাতালে। ওই হাসপাতালে নার্স আক্রান্ত হয়েছেন চার জন, অন্যান্য স্বাস্থ্যকর্মী ১৩ জন মোট ৩০ জন। স্কয়ার হাসপাতালে আক্রান্ত হয়েছেন সাত জন চিকিৎসক, ২৭ জন নার্স, ছয় জন স্বাস্থ্যকর্মীসহ মোট ৪০জন। এদিকে বাংলাদেশ মেডিক্যাল কলেজ হাসপাতালে আক্রান্ত হয়েছেন দুই জন চিকিৎসক, দুই জন নার্সসহ মোট নয় জন স্বাস্থ্যকর্মী। হলি ফ্যামিলি হাসপাতালে চিকিৎসক এবং নার্স আক্রান্ত না হলেও তিন জন স্বাস্থ্যকর্মী আক্রান্ত হয়েছেন।

রাজধানীর ল্যাবএইড হাসপাতালে একজন চিকিৎসক ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন, নার্স আক্রান্ত হয়েছেন চার জন। সেন্ট্রাল হাসপাতালে আক্রান্ত হয়েছেন তিন জন চিকিৎসক, ১৭ জন নার্স এবং অন্যান্য স্টাফ চার জনসহ মোট ২৪ জন। হাই কেয়ার হাসপাতালে আক্রান্ত হয়েছেন দুই জন নার্স। আবার রাজধানীর খিদমা হাসপাতালে আক্রান্ত হয়েছেন পাঁচ জন চিকিৎসক, দুই জন নার্স এবং অন্য স্বাস্থ্যকর্মী তিন জনসহ মোট ১০ জন। সিরাজুল ইসলাম মেডিক্যাল কলেজ হাসপাতালে একজন চিকিৎসক এবং একজন নার্স আক্রান্ত হয়েছেন।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Theme Developed BY ThemesBazar.Com