শুক্রবার, ২৯ অগাস্ট ২০২৫, ০৩:২০ অপরাহ্ন

ইজিএমের তারিখ ঘোষণা করেছে নর্দার্ণ জেনারেল ইন্স্যুরেন্স

ইজিএমের তারিখ ঘোষণা করেছে নর্দার্ণ জেনারেল ইন্স্যুরেন্স

ডেস্ক নিউজ: বিশেষ সাধারণ সভার (ইজিএম) তারিখ ঘোষণা করছে পুঁজিবাজারে তালিকাভুক্ত বীমা খাতের কোম্পানি নর্দার্ন জেনারেল ইন্স্যুরেন্স লিমিটেডের পরিচালনা পর্ষদ। ডিএসই সূত্রে এ তথ্য জানা যায়।

এর আগে নাম পরিবর্তনের অনুমতি দিয়েছে বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ)।  কোম্পানিটি ইসলামি সরীয়াহ ভিত্তিতে বীমা ব্যবসায় করতে চায়। যার পরিপেক্ষিতে কোম্পানিটির পূর্ব নাম নর্দার্ন জেনারেল ইন্স্যুরেন্স লিমিটেড পরিবর্তন করে নতুন নামকরণ করা হয়েছে ‘নর্দার্ন ইসলামি ইন্স্যুরেনন্স লিমিটেড’।

নতুন নামকরণ সংক্রান্ত ইজিএম অনুষ্ঠানের সময় নির্ধারণ করা হয়েছে আগামী ১৪ অক্টোবর, সকাল ১১টায়, ইনস্টিটিউশন অব ডিপ্লমা ইঞ্জিনিয়ারস বাংলাদেশ (আইডিইবি) ভবন, কাকরাইল, ঢাকাতে অনুষ্ঠিত হবে। ইজিএম সংক্রান্ত রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে আগামী ২২ সেপ্টেম্বর।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com