সোমবার, ২০ মে ২০২৪, ০৯:০২ অপরাহ্ন

নোয়াখালীর সেনবাগে “মার্কেন্টাইল ব্যাংক আব্দুল জলিল শিক্ষাবৃত্তি” প্রদান

নোয়াখালীর সেনবাগে “মার্কেন্টাইল ব্যাংক আব্দুল জলিল শিক্ষাবৃত্তি” প্রদান

ভিশন বাংলা ডেস্ক: নোয়াখালীর সেনাবাগে ৪৭ জন দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীকে ‘মার্কেন্টাইল ব্যাংক আব্দুল জলিল শিক্ষাবৃত্তি’ প্রদান করা হয়েছে। মার্কেন্টাইল ব্যাংকের চেয়ারম্যান ও নোয়াখালী-২ আসনের সংসদ সদস্য আলহাজ্ব মোরশেদ আলম কৃতি শিক্ষার্থীদের হাতে বৃত্তির চেক ও সনদপত্র তুলে দেন। প্রধান অতিথির বক্তব্যে মোরশেদ আলম এমপি বলেন, শিক্ষাখাতে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে বর্তমান সরকার। সরকারের এ প্রচেষ্টাকে এগিয়ে নিতে প্রতিবছরের মতো এবারও সারাদেশে মার্কেন্টাইল ব্যাংক আবদুল জলিল শিক্ষাবৃত্তি প্রদান করা হচ্ছে। তিনি জানান, এবছর জেএসসি, এসএসসি ও এইচএসসি পর্যায়ের ১১২৯ জন শিক্ষার্থীকে মোট এক কোটি সত্তর লাখ টাকার শিক্ষাবৃত্তি দিচ্ছে মার্কেন্টাইল ব্যাংক। বৃত্তি প্রদান অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, মার্কেন্টাইল ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক ও সিএফও ড. মোঃ নুরুল ইসলাম, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মিনহাজুর রহমান, সেনবাগ থানার অফিসার ইনচার্জ মোঃ মিজানুর রহমান ও মার্কেন্টাইল ব্যাংকের চৌমূহনী শাখার প্রধান এইচ এস শাহরিয়ারসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। -প্রেস বিজ্ঞপ্তি

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com