বৃহস্পতিবার, ২২ মে ২০২৫, ০৩:০৩ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
এখনো থেমে নেই ছাত্রলীগের সন্ত্রাসী প্রত্যয় মাহমুদের নাশকতা কার্যক্রম দেশের নিরাপত্তা পরিস্থিতি স্থিতিশীল রাখার আহ্বান প্রধান উপদেষ্টার কুড়িগ্রামে অসুস্থ গরু জবাই করে বিক্রির চেষ্টা, ৫ জনের কারাদণ্ড গ্যাং লিডার হিটলু বাবু গ্রফতার, অস্ত্র উদ্ধার জীবনমান উন্নয়নে আগৈলঝাড়ায় সেমিনার ভোলার উন্নয়নে রাষ্ট্রীয় হস্তক্ষেপের দাবি: প্রধান উপদেষ্টার প্রতি স্মারকলিপি জুলাই যোদ্ধার অনুদান পেলেন যুবলীগ নেতা, তদন্ত কমিটি গঠন মিথ্যা বানোয়াট ও ভিত্তিহীন সংবাদ প্রকাশের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ কান উৎসবে প্রথম টেলিভিশন নারী সাংবাদিক শাহরিন জেবিন সরকারী খোলা থাকার নির্দেশ অমান্য করে তালা ঝুলছে নিকারিপাড়া প্রাথমিক বিদ্যালয়ে
চন্দ্রাভিযান ব্যর্থতার পরও বিজ্ঞানীদের প্রশংসায় মোদি!

চন্দ্রাভিযান ব্যর্থতার পরও বিজ্ঞানীদের প্রশংসায় মোদি!

আন্তর্জাতিক ডেস্ক:  ভারতের চন্দ্রযান-২ এর ব্যর্থতার পরও শনিবার সকালে বিজ্ঞানীদের প্রশংসা করলেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

তিনি বলেন, বিজ্ঞানচর্চায় সেরা সময়ের খুব কাছেই দেশ। বিক্রমের চন্দ্রাবতরণ অনিশ্চিত জেনেও ইসরোর বিজ্ঞানীদের এ ভাষাতেই উৎসাহিত করলেন মোদি। খবর বিবিসি ও এনডিটিভির।

ল্যান্ডার বিক্রমের সঙ্গে ইসরোর গ্রাউন্ড স্টেশনের যোগাযোগ বিচ্ছিন্ন হওয়ার কয়েক ঘণ্টা পরে জাতির উদ্দেশে ভাষণ দেন নরেন্দ্র মোদি।

সেই ভাষণেই মোদি ভূয়সী প্রশংসা করেন অক্লান্ত পরিশ্রম করে চন্দ্রযান-২ এর যাত্রার সঙ্গে জড়িয়ে থাকা বিজ্ঞানীদের জন্য।

শুক্রবার চরম উদ্বেগের মুহূর্তে বিজ্ঞানীদের পাশেই ছিলেন প্রধানমন্ত্রী। কক্ষচ্যুত হওয়ার পরে গতি কমিয়ে প্রতিটি ধাপ নিপুণভাবে পেরচ্ছিল চন্দ্রযান।

ইতিহাস থেকে সামান্য দূরে দাঁড়িয়ে গোটা ভারত যখন প্রহর গুনছে তখনই ঘটল অঘটন।

চাঁদের পৃষ্ঠ থেকে মাত্র ২.১ কিলোমিটার দূরে থাকা অবস্থায় অরবিটারের সঙ্গে সংযোগ হারায় ল্যান্ডার বিক্রম। অশনি সঙ্কেত পেয়ে খানিকটা থমকে যান বিজ্ঞানীরা।

তখনই দেখা যায় প্রধানমন্ত্রী উদ্বিগ্ন বিজ্ঞানীদের আশ্বস্ত করছেন। রাতেই প্রধানমন্ত্রী টুইট করে বলেন, দেশের বিজ্ঞানীদের নিয়ে আমরা গর্বিত।

আপনার নিজেদের শ্রেষ্ঠটুকু নিংড়ে দিয়েছেন। আমি আপনাদের পাশে সব সময় রয়েছি। একই সময়ে ইসরোর বিবৃতিতে এই অঘটনের কথা জানানো হয়।

মোদি একই ইতিবাচক মনোভাব দেখিয়েছেন শনিবার সকালেও। বিজ্ঞানীদের কর্মদক্ষতাকে স্যালুট করে তিনি বলেন, ‘আপনারা দেশের জন্যে নিরলসভাবে খেটেছেন।

নিজেদের সুখ শান্তির কথা একবারও চিন্তা করেননি। এই শ্রম বৃথা যাবে না। ব্যর্থতা আমাদের পিছিয়ে দেবে না। আজ হয়তো চাঁদে আমাদের অভিযান ব্যর্থ হয়েছে। কিন্তু আশা হারাব না।’

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com