রবিবার, ০৬ অক্টোবর ২০২৪, ০৩:৫২ পূর্বাহ্ন

স্ত্রীর মর্যাদা চাওয়ায় আদিবাসী তরুণীকে মারধর

স্ত্রীর মর্যাদা চাওয়ায় আদিবাসী তরুণীকে মারধর

জয়পুরহাটে স্ত্রীর মর্যাদা চাইতে গিয়ে আদিবাসী এক তরুণী বেধড়ক পিটুনির শিকার হয়েছেন। শুক্রবার শহরের সাহেবপাড়া এলাকায় এই ঘটনা ঘটে। পুলিশ ঘটনাস্থল থেকে আদিবাসী ওই তরুণীকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন।

 

সূত্র মতে, সেখানকার পরিমল বসাকের (২৮) সঙ্গে আদিবাসী তরুণীর দিপালী রানীর (২৮) প্রেমের সম্পর্ক গড়ে উঠে। পরবর্তীতে প্রেমের সম্পর্ক গড়ায় দৈহিক সম্পর্কে। এমন অবস্থায় বিয়ের জন্য পরিমলকে চাপ দিতে থাকে দিপালী রানীর পরিবার।

 

পরিমল তাতে রাজী না হলে অন্যত্র বিয়ের জন্য পাত্রের সন্ধান করে দিপালীর পরিবার। এদিকে বিয়ের সম্বন্ধ ভাঙতে পাড়া মহল্লায় দিপালীর নামে কুৎসা ছড়ায় পরিমল। এতে দিপালীর অন্যত্র বিয়ে আটকে যায়।

 

অগত্যা দিপালী পরিমলের বাসায় গিয়ে বিয়ের জন্য পুনরায় চাপ দেয় ও স্ত্রীর স্বীকৃতি দাবি করে। এতে পরিমল ও তার পরিবারের সদস্যরা ক্ষেপে গিয়ে দিপালীকে বেধড়ক পিটুনি দিয়ে বাড়ি থেকে বের করে দেয়। পরে পুলিশ গিয়ে ঘটনাস্থল থেকে দিপালীকে উদ্ধার করে।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com