শনিবার, ১৮ জানুয়ারী ২০২৫, ০৪:৩০ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
ছাত্রীদের মারধর করায় গণবিক্ষোভের জেরে পদত্যাগ পত্রে স্বাক্ষর করলেন প্রধান শিক্ষক বীর চট্টগ্রামের গর্বিত সন্তান নাদিম চৌধুরীকে কেন্দ্রীয় মৎস্যজীবী দলের সভাপতি হিসেবে দেখতে চাই নরসিংদীর মনোহরদীতে ফাইনাল ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত সংস্কার প্রতিবেদনের ভিত্তিতেই নির্বাচন: প্রধান উপদেষ্টা সংগ্রামের গল্প: ভোলার সন্তান আব্দুল্লাহ আল মামুন তালুকদার একজন নেতা, একজন স্বপ্নদ্রষ্টা কটিয়াদীতে ৬ ভুয়া ডিবি পুলিশ গ্রেফতার মির্জাপুরে স্কুল শিক্ষক বসতবাড়ি আগুনে পুড়ে ছাই রাজশাহী কলেজের মনোবিজ্ঞান বিভাগে পুনর্মিলনী উপলক্ষে আহ্বায়ক কমিটি গঠন চুক্তি মেনেই সীমান্তে কাঁটাতারের বেড়া দেওয়া হচ্ছে: ভারত ইপিজেড ক্লাবের দোয়া মাহফিল অনুষ্ঠিত
কুমিল্লায় মাথার খুলিসহ ৪১টি হাড় উদ্ধার, স্বামীর কঙ্কাল দাবি নারীর

কুমিল্লায় মাথার খুলিসহ ৪১টি হাড় উদ্ধার, স্বামীর কঙ্কাল দাবি নারীর

কুমিল্লার লাকসামে ব্রিজের নিচে খালের বাঁধ থেকে মানুষের মাথার খুলিসহ ৪১টি হাড় উদ্ধার করেছে পুলিশ। আজ রবিবার সন্ধ্যায় লাকসামের পোলাইয়া কমিউনিটি ক্লিনিকের অদূরে ব্রিজের নিচ থেকে হাড়গুলো উদ্ধার করা হয়।

বিষয়টি নিশ্চিত করে লাকসাম থানার ওসি আবদুল্লাহ আল মাহফুজ জানান, হাড় ও খুলির সাথে হাতে ব্যবহৃত একটি হাত ঘড়িও পাওয়া গেছে। উদ্ধারের পর হাড়গুলোর ডিএনএ পরীক্ষা করার জন্য ঢাকা সিআইডিতে পাঠানো হচ্ছে।

তিনি জানান, ব্রিজের নিচে খালের বাঁধে মানুষের হাড় দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে হাড়, মাথার খুলির সাথে একটি হাতে ব্যবহৃত ঘড়িও পাওয়া যায়। উদ্ধারকৃত হাড়ের সাথে ঘড়ি দেখে পোলাইয়া গ্রামের হারিছা বেগম নামে এক নারী তার স্বামী বলে দাবি করেন। তার স্বামী জসিম উদ্দিন গত বছরের জুলাই মাসে নিখোঁজ হয়। নিখোঁজের পর হারিছা বেগম ২০১৭ সালের ৩০ জুলাই লাকসাম থানায় একটি সাধারণ ডায়েরি করেন। তার দাবি উদ্ধারকৃত হাড় ও কঙ্কাল তার স্বামী জসিম উদ্দিনের।

ওসি আবদুল্লাহ আল মাহফুজ জানান, হাড় ও কঙ্কাল উদ্ধার করে থানায় আনা হয়েছে। তবে কোন ব্যক্তির এই খুলি ও হাড় তা সঠিকভাবে বলা যাচ্ছে না। তবে ধারণা করা হচ্ছে তাকে হত্যা করে ব্রিজের নিচে খালের বাঁধের মাটিতে লুকিয়ে রাখা হয়েছিল। হত্যাকারী ও নিহত ব্যক্তির সঠিক পরিচয় উদ্ধারের জন্য কঙ্কালগুলো ডিএনএ পরীক্ষার করার জন্য ঢাকা সিআইডি‘র ফরেন্সিক বিভাগে পাঠানো হচ্ছে।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com