মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০২৪, ০৪:৩৪ অপরাহ্ন
মোংলা প্রতিনিধি: শুল্ক কর ফাঁকি দিয়ে সমুদ্রপথে আসা প্রায় ৩০ কোটি টাকা মুল্যের অবৈধ শাড়ি আটক করেছে কোস্ট গার্ড পশ্চিম জোনের সদস্যরা। গত ৮ জানুয়ারী আনুমানিক দুপুর সোয়া ১২ টার দিকে কোস্টগার্ড এর বিসিজিএস সোনার বাংলা জাহাজ বঙ্গোপসাগরের গহীনে টহলরত অবস্থায় মোংলা বন্দরের ফেয়ারওয়ে বয় সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে ফিশিং ট্রালার বোঝাই এসকল ভারতীয় পণ্য আটক করা হয়। গতকাল সোমবার কোস্টগার্ড এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।
অভিযান চলাকালে কোস্ট গার্ড এর উপস্থিতি টের পেয়ে চোরাকারবারী দল দ্রুত গতিতে পালিয়ে যাওয়ার চেষ্টাকালে কোস্ট গার্ড জাহাজ পিছু ধাওয়া করে ১৮ জন চোরকারবারী সহকারে অবৈধ শাড়ি কাপড় বোঝাই ট্রলারটি আটক করতে সক্ষম হয়। পরবর্তীতে ওই ট্রলার তল্লাশী চালিয়ে ২২ হাজার ৬৮৩ পিস উন্নতমানের ভারতীয় শাড়ি, ১২৪ পিস লেহেঙ্গা, এক হাজার ২৭১ টি থ্রি-পিছ, ৬ হাজার ৪৫ পিস শাল এবং ২০ বোতল বিদেশী মদ জব্দ করা হয়। আটককৃত ১৮ জন পাচারকারী ও উদ্বারকৃত মালামাল পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহনের জন্য মোংলা থানায় হস্তান্তর করা হয়েছে। জব্দকৃত মালামালের আনুমানিক বর্তমান প্রচলিত বাজার মূল্য প্রায় ২৯ কোটি ৯৯ লাখ ২ হাজার ৭শ টাকা বলেও জানায় কোষ্টগার্ড। খুলনাসহ তৎসংলগ্ন এলাকায় অবৈধ বিদেশী কাপড়ের চোরাচালান রোধ কল্পে বাগেরহাট, খুলনা ও সাতক্ষীরা এলাকায় কোস্টগার্ড পশ্চিম জোন সদস্যদের টহল জোরদার করা হয়েছে। বাংলাদেশ কোস্টগার্ড পশ্চিম জোনের অপারেশান কর্মকর্তা লেঃ ইমতিয়াজ আলম জানান, কয়েকটি চোরাকারবারী দল নিজ স্বার্থ হাসিলের জন্য সরকারী শুল্ক ফাঁকি দিয়ে অবৈধভাবে বিদেশী শাড়ি কাপড় চোরাচালান ও চোরাইপথে আমদানি করছে যা একবারেই কাম্য নয়। সড়ক পথে কোষ্টগার্ড ও পুলিশের নজরদাড়ী কঠোর হওয়ায় পাচারকারীদের রুট পরিবর্তন করে এখন নদী ও সমুদ্র পথে পাচার করছে যা আইনশৃংঙ্খলা বাহিনীর নজরে এসেছে। তাই চোরাচালান বন্ধে বাংলাদেশ কোস্টগার্ড বাহিনী পশ্চিম জোন সদস্যদের নিয়মিত অভিযান অব্যহত থাকবে বরেও জানায় কোষ্টগার্ডের এ গোয়েন্দা কর্মকর্তা।