রবিবার, ১৩ এপ্রিল ২০২৫, ০৩:৫৪ পূর্বাহ্ন
জনি সাহা : লক্ষ্মীপুরের রায়পুরের বড় মসজিদের পরিচালনা কমিটি নিয়ে দুপক্ষের মধ্যে সংঘর্ষে অন্ততপক্ষে ৫ মুসল্লি আহত হয়েছেন। এ নিয়ে এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে।
গতকাল শুক্রবার (২৪ জানুয়ারি) জুমার নামাজের আগে মসজিদের ভেতরে এ ঘটনা ঘটে। আহতদের রায়পুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
জানা গেছে, গত ৬ জানুয়ারি জেলা প্রশাসকের কার্যালয়ের একটি পত্রের মাধ্যমে রায়পুর বড় মসজিদ ওয়াক্ফ এস্টেটের মোতাওয়াল্লী হিসেবে স্থানীয় বাসিন্দা কামরুল আল মামুনকে নিযুক্ত করা হয়। ওই পত্রে মো. কাজী জামসেদ কবির বাকি বিল্লাহকে অব্যাহতি দিয়ে ১০ দিনের মধ্যে এস্টেটের দায়িত্ব মামুনকে বুঝিয়ে দেওয়ার নির্দেশ দেওয়া হয়।
শুক্রবার কামরুল আল মামুন মোতাওয়াল্লী হিসেবে মসজিদে মুসল্লিদের উদ্দেশে বক্তব্য রাখছিলেন। এসময় হঠাৎ করে রায়পুর পৌর আওয়ামী লীগের আহ্বায়ক ও মসজিদের অব্যাহতিপ্রাপ্ত সেক্রেটারি বাকি বিল্লাহ এবং তার সমর্থকরা মামুনের ওপর হামলা করে। এতে কমপক্ষে ৫ মুসল্লি আহত হন।
এ বিষয়ে জানতে চাইলে জামসেদ কবির বাকি বিল্লাহ হামলার বিষয়টি অস্বীকার করে বলেন, মামুন মসজিদের খতিবের হাত থেকে মাইক্রোফোন কেড়ে নিয়ে বক্তব্য দিতে গেলে মুসল্লির তার ওপর হামলা চালায়। এসময় তাদের পাল্টা হামলায় সাধারণ মুসল্লিরা আহত হন।
এ ব্যাপারে জানতে চাইলে রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. তোতা মিয়া বলেন অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেবেন বলে জানান তিনি।