বুধবার, ১৯ নভেম্বর ২০২৫, ০৮:১৩ অপরাহ্ন
শিরোনাম :
নরসিংদীতে উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের নামে ভূমি অধিগ্রহণে জালিয়াতির অভিযোগ নির্বাচন উৎসবমুখর করতে সেনাবাহিনীর সহায়তা প্রয়োজন: প্রধান উপদেষ্টা বিজয় দিবসে কোনো নাশকতার সম্ভাবনা নেই: স্বরাষ্ট্র উপদেষ্টা দেশজুড়ে মোবাইল ফোন বিক্রির সব দোকান বন্ধের ঘোষণা ‘ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়’ নামে এক হচ্ছে সাত কলেজ ৬৭৮ কোটি মানিলন্ডারিং, ডায়মন্ড ওয়ার্ল্ড মালিকের বিরুদ্ধে মামলা নরসিংদীতে অতিরিক্ত নামজারী করে অধিগ্রহণের টাকা উত্তোলনের চেষ্টা—জেলা প্রশাসকের কাছে লিখিত অভিযোগ মানবতাবিরোধী অপরাধে শেখ হাসিনার মৃত্যুদণ্ড নরসিংদীর করিমপুর ইউনিয়নে বিএনপির কর্মীসভা অনুষ্ঠিত সৌদিতে বাস‑ট্যাঙ্কার সংঘর্ষে ৪২ ভারতীয় নিহতের আশঙ্কা

সুন্দরবনের জীববৈচিত্র্য সুরক্ষায় কাজ করতে আগ্রহী যুক্তরাষ্ট্র

ভিশন বাংলা ২৪ ডেস্ক :
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২৮ জানুয়ারী, ২০২০
  • ৩৮০

মোংলা প্রতিনিধি: বিশ্বের এক মাত্র ম্যানগ্রোভ ফরেষ্ট বন সুন্দরবনের জীববৈচিত্র্য সুরক্ষায় কাজ করতে আগ্রহী যুক্তরাষ্ট্র। এ লক্ষ্যে বনজ সম্পদ এবং বনের বন্যপ্রানীসহ জীব বৈচিত্রের জন্য করনীয় সকল কিছুই করতে চায় দেশটি। সুন্দরবন ঘুরে এসে বনের প্রাকৃতিক পরিবেশ প্রসঙ্গে নানা সহযোগিতার কথা জানান বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত (ঊধৎষ জ. গরষষবৎ) ইরাল আর মিলার।
মার্কিন রাষ্ট্রদূতের নেতৃত্বে ১০ সদস্যের একটি প্রতিনিধি দল টানা দু’দিন পুর্ব সুন্দরবনের বিভিন্ন পর্যটন স্পর্ট ও বনের নদী-খালের দর্শনীয় স্থানগুলো পরিদর্শন ও বনের প্রাকৃতিক পরিবেশ পর্যবেক্ষন করেন। পরে মঙ্গলবার সকালে সুন্দরবনের পেশাজীবি ও বন সংলগ্ন বাসিন্দাদের সঙ্গে জীববৈচিত্র্য রক্ষায় করনীয় বিভিন বিষয় নিয়ে আলোচনা করেন।
এ সময় জলবায়ু পরিবর্তনের প্রভাব মেকাবেলায় সুন্দরবনের গুরুত্ব তুলে ধরে মার্কিন রাষ্ট্রদূত বলেন, পরিবর্তীত জলবায়ুর প্রভাব বিচেনায় রেখে সুন্দরবনের বন্যপ্রানী ও জীববৈচিত্র্য রক্ষায় এখনই কাজ করা জরুরী। বিশেষ করে সুন্দরবনের বাঘ রক্ষায় গুরুত্ব দিয়ে তিনি বলেন-বাঘ সুরক্ষা না হলে বনের জীববৈচিত্র্য রক্ষা করা সম্ভব হবে না। তাই পুরো সুন্দরবনের মৎস্য ও বনজ সম্পদসহ সকল বন প্রানী সংরক্ষন করতে হবে। বনের বাঘসহ বন্য প্রানী রক্ষায় যতকিছু করনীয় তা তার দেশ থেকে সহায়তা করা হবে বলেও জানান তিনি। সুন্দরবন ও বন্যপ্রানী রক্ষায় যুক্তরাষ্ট্রের নাগরিকদের অর্থায়নে চলা কয়েকটি সংঘঠনের সাথে বৈঠক করেছেন মার্কিন রাষ্ট্রদুত। এসময় মোংলা উপজেলার চিলা ইউনিয়নের জয়মনি ঘোলে ভিলেজ টাইগার রেসপঞ্জটিম এর বাঘ তাড়ানো কায্যক্রম দেখেন এবং পর্যালোচনা করেন তিনি। এর পর বৈঠক করেন,ওয়াইল্ডটিম,বাঘ বন্ধ ও ইউ এস আই ডি ও সিএমসি সংঘঠনের সদস্যদের সাথে। পরিশেষে সুন্দরবনের বর্তমান প্রাকৃতিক পরিবেশ ও সার্বিক ব্যবস্থাপনায় সন্তোষ প্রকাশ করেন মার্কিন রাষ্ট্রদূত ইরাল আর মিলার। সুন্দরবনের বিভিন্ন স্পট পরিদর্শন কালে মার্কিন রাষ্ট্রদূতের  ১০ সদস্যের সঙ্গে অন্যান্যদের মধ্যে মিস মিসিলা রিনি এ্যাডেলমেন, মিশন পরিচালক ডিরাক ব্রাউন, মাকিন বিশেষজ্ঞ সুমাইয়া ফিরোজ, প্রকৃতিক গবেষক মিসেল ওয়েভার, ড. অসিকুর রশিদ, জোর্স স্পিনাল, তানভীর মাহমুদ, মিথিলা ফরিদ, দেলোয়ার হোসেন ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রফেসার ও ওয়াল্ড টাইগার টিমের সিইও ড. মোঃ আনোয়ারুল ইসলাম  সুন্দরবনের পূর্ব বিভাগীয় বন কর্মকর্তা মোঃ বেলায়েত হোসেন। এ ছাড়াও  মোংলা উপজেলা সহকারী কমিশনার ভুমি নয়ন কুমার রাজবংশি, সহকারী পুলিশ সুপার (সার্কেল) আসিফ ইকবাল। এর আগে ২৬ জানুয়ারী হেলিকপ্টার যোগে মোংলায় আসেন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদুত ইরাল আর মিলার। দুই দিন বিলাশ বহুল লঞ্চে সুন্দরবনের বিভিন্ন স্পট গুরে দেখেন তিনি। মঙ্গলবার বিকালে পুনরায় হেলিকপ্টার যোগে মোংলার সুন্দরবন ত্যাগ করার কথা রয়েছে।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Theme Developed BY ThemesBazar.Com