মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০২৪, ০৭:৪৩ অপরাহ্ন
নীলফামারী প্রতিনিধিঃ
দেশের শতভাগ প্রতিবন্ধীদের ভাতা প্রদানের ব্যবস্থা করা হলেও মোঃ ইউনুস
আলীর ভ্যাগে মেলেনি প্রতিবন্ধীর কার্ড । নীলফামারী সদর উপজেলা পঞ্চপুকুর
ইউনিয়নের ঘোনপাড়া ৫নং ওয়ার্ডের বাসিন্দা । প্রতিবন্ধীরা সমাজের বুঝা নয়,
সংবিধানে সু স্পষ্ট ভাবে প্রতিবন্ধীদের অধিকার সম্পর্কে উল্লেখ করা
হয়েছে । সরকার প্রতিবন্ধীদের অধিকার নিশ্চিত করতে সব ধরনের ব্যবস্থা
করছে তারপর মেলেনি প্রতিবন্ধী কার্ড । ইউনুস আলী একচোখ অন্ধ ও শারীরিক
কুচ । ছোটবেলায় টাইফয়েড জ্বরে তার বাম চোখটি নষ্ট হয়ে যায়। সারাদিন তিনি
মানুষের বাড়িতে কাজ করে এক ছেলে ও স্ত্রী সহ কোন রকম সংসার চলে । স্ত্রী
ও সন্তান সহ তিনি খুবই কষ্টে আছেন। তার স্ত্রী মোছাঃ খাদিজা আক্তার বলেন
আমার স্বামী অন্যের বাড়ীতে কাজ করে খুব কষ্টে চলি। প্রতিবন্ধী ইউনুস আলী
বলেন প্রতিবন্ধী কার্ড বাবদ এলাকার এক লোক আমার কাছে দুই হাজার টাকা
নেন। এলাকার চেয়ারম্যান-মেম্বারের কাছে গিয়েছিলেন তিনি। কিন্তু
প্রতিবন্ধী কার্ড করে দেননি। ওদিকে, পঞ্চপুকুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান
মো. হবিবর রহমান সরকার অতি দ্রুত তার প্রতিবন্ধী কার্ডের ব্যবস্থা করে
দেবেন বলে জানিয়েছেন। উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. গোলাম রব্বানী।
তিনিও ওই ইউনিয়নের চেয়ারম্যানকে সঙ্গে নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা করে দেবেন
বলে জানান। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তাঁর খোঁজখবর নিয়ে
সুচিকিৎসাসহ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন বলে আশ্বাস দেন।