রবিবার, ২৩ নভেম্বর ২০২৫, ০৬:৪৯ অপরাহ্ন
শিরোনাম :
নিজে মানুষ হবার শিক্ষা নেই কিন্তু স্বপ্ন দেখে এমপি হওয়ার, হাদিকে নীলা ইসরাফিল কুষ্টিয়ায় গ্রামীণ ব্যাংকের সাইনবোর্ডে আগুন বড় জয়ে আয়ারল্যান্ডকে হোয়াইটওয়াশ করল বাংলাদেশ নরসিংদীতে উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের নামে জালিয়াতি: ভূমি অধিগ্রহণে কোটি টাকার অনিয়ম, দুদুকে অভিযোগ ভুটানকে বাংলাদেশের ঘনিষ্ঠ বন্ধু:প্রধান উপদেষ্টা এগুলো ‘আফটার শক’, আবারও ভূমিকম্পের ঝুঁকি আন্তর্জাতিক বাজারে বাড়লো জ্বালানি তেলের দাম সাকিব আল হাসানকে এবার দুদকে তলব নরসিংদী চীফজুডিসিয়াল ম্যাজিস্টেট আদালত প্রাঙ্গণে ছাত্রদল নেতার ওপর হামলা স্ত্রী-কন্যার ছবি শেয়ার করে নারীদের ৫ প্রতিশ্রুতি দিলেন তারেক রহমান

বাংলাদেশের মাছ লুটে নিচ্ছে ভারতীয় জেলেরা : ফিশিং ট্রলারসহ আটক ১২

ভিশন বাংলা ২৪ ডেস্ক :
  • আপডেট টাইম : শনিবার, ৮ ফেব্রুয়ারী, ২০২০
  • ৩১২

মোংলা প্রতিনিধি: বঙ্গোপসাগরের বাংলাদেশ জলসীমায় অবৈধভাবে প্রবেশ করে সামুদ্রিক বিভিন্ন প্রজাতীর মাছ লুটে নিচ্ছে ভারতীয় জেলেরা। তাই অবৈধভাবে মাছ শিকারের অভিযোগে আবারো একটি ফিসিং ট্রলারসহ ১২ ভারতীয় জেলেকে আটক করেছে মোংলা কোষ্টগার্ড বাহিনীর সদস্যরা। শুক্রবার দিনগত রাতে বঙ্গোপসাগরের আদুরে বন্দরের ফেয়ারওয়ে বয়া এলাকা থেকে তাদের জাল,ট্রলার ও মালামালসহ আটক করা হয়। শনিবার দুপুরে জেলেদের মোংলা থানায় পুলিশ হেফাজতে দেয়া হয়েছে।
কোষ্টগার্ড জানায়, তাদের নিয়মিত টহলরত অবস্থায় ‘অভিযানকরী জাহাজে থাকা  কোষ্টগার্ড সদস্যরা বেশ কয়েকটি ভারতীয় ফিশং ট্রলারসহ জেলেদের বঙ্গোপসাগরের গভীরে মাছ ধরতে দেখতে পায়। এসময় ওই সকল জেলেদের ধাওয়া করলে অন্য জেলেরা পালিয়ে গেলেও একটি ট্রলারসহ ১২জন জেলেকে আটক করেন। এ নিয়ে ৭ দফায় ১০টি ফিশিং ট্রলারসহ ১১৫জন ভারতীয় জেলে নৌ-বাহিনী ও কোস্টগার্ডের হাতে আটক হয়। শনিবার (৮ ফেব্রয়ারী) দুপুরে আটককৃত ভারতীয় জেলেদের মোংলা থানায় হস্তান্তর করে কোস্টগার্ড। পরে এ সকল জেলেদের বিরুদ্ধে ১৯৮৩ সালের সামুদ্রিক মৎস্য অধ্যাদেশের ২২ ধারায় মামলা দায়ের করে কোস্টগার্ড সদস্যরা। কোস্টগার্ডের বরাত দিয়ে মোংলা থানার অফিসার ইনচার্জ মোঃ ইকবাল বাহার চৌধুরী জানান, শুক্রবার দিনগত রাতে কোস্টহার্ডের অভিযানকারী জাহাজ বঙ্গোপসাগরের ফেয়ারওয়ে বয়ার আনুমানিক ৭০ কিলোমিটার দক্ষিণ পশ্চিম এলাকায় কোস্টগার্ড টহলের সময় বেশ কয়েকটি ভারতীয় ফিশিং ট্রলার বাংলাদেশের সিমানায় প্রবেশ করে মাছ শিকার করতে দেখে। এ সময় বাংলাদেশের কোস্টগার্ড তাদের ধাওয়া করে আটক করতে গেলে ট্রলার ও জাল নিয়ে ওই সকল জেলেরা দ্রুত ভারতের সীমানায় চলে যায়। এ সময় অভিযান চালিয়ে এফবি  সুদীপ নামক একটি ট্রলারসহ ১২ জন ভারতীয় জেলেসহ আটক করতে সক্ষম হয়। সাগর থেকে শনিবার দুপুরে তাদের মোংলা থানায় আনা হয়েছে। আজ রোববার (৯ ফেব্রয়ারী) আটক জেলেদের বাগেরহাট আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হবে বলেও জানায় পুলিশের এ কর্মকর্তা। আটকৃতারা হচ্ছে-শংভঙ্কর দাস, প্রদীপ বাইন,গুরু দাস, ভয়ঙ্কর দাস, নিশি দাস,স্বপন দাস, বংশি দাস, রিটন দাস, বলরাম দাস, সুবল দাস, সুশংকর দাস, জগহরি দাস। কোষ্টগার্ডের হাতে আটক এ সকল জেলেরা সবাই ভারতের পশ্চিম বঙ্গের কাকদ্বীপ থানার বাসিন্দা বলে জানা গেছে।


উল্লেখ্য, এর আগেও দেশীয় জলসীমায় প্রবেশ করার কারনে গভীর সাগর থেকে গত ১ অক্টোবর ১৫ জন, ৪ অক্টোব ২৩ জন ও ১৪ অক্টোবর ১১ জন, ২২ অক্টোবর ১৪ জন, ১০ ডিসেম্বর ১৪ জন, ১৭ জানুয়ারী ২৬জন ও শনিবার ৮ফেব্রয়ারী  আরো ১২ জন ভারতীয় জেলেকে আটক করা হয়েছে। এ মৌশুমে নৌ-বাহিনী ও কোষ্টগার্ডের হাতে ১০টি ট্রলারসহ ১১৫ ভারতীয় জেলে আটক করা হয়েছে। তা থেকে ৩০ জানুয়ারী ভারতীয় হাই কমিশনারে মাধ্যমে ৫টি ট্রলারসহ ৬৩ ভারতীয় জেলে কারাগার থেকে ছাড়া পেলেও এ ১২জনসহ ৫২ জন ভারতীয় জেলে জেল হাজতে রয়েছে।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Theme Developed BY ThemesBazar.Com