শুক্রবার, ১৮ এপ্রিল ২০২৫, ০২:২০ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
সাংবাদিকের মোটরসাইকেল চুরি: নিরাপত্তাহীনতায় সাংবাদিক সমাজ, প্রশ্নবিদ্ধ আইনশৃঙ্খলা পরিস্থিতি কাঠালিয়ায় মিথ্যা মামলা থেকে অব্যাহতি পাওয়ার দাবিতে বিএনপি নেতাদের সংবাদ সম্মেলন পটুয়াখালীর মির্জাগঞ্জে বজ্রপাতে কৃষকের মৃত্যু দেশনায়ক তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়ন ও ঈদ পূর্ণমিলনী অনুষ্ঠিত বিয়ে করতে রাজি না হওয়ায় পিটিয়ে প্রেমিকের হাত-পা ভাঙলেন তরুণী এবার প্রতারণার মামলায় গ্রেপ্তার দেখানো হলো মেঘনা আলমকে সারা দেশে বজ্রবৃষ্টি, সতর্ক করল আবহাওয়া অফিস বিয়ের নামে প্রতারণা, নিঃস্ব প্রবাসী নতুন দায়িত্ব পেলেন উপদেষ্টা শেখ বশিরউদ্দীন গুলশানে স্পা’র আড়ালে শাহ আলম ও দালাল আলাউদ্দিনের দেহ ব্যবসা
লক্ষ্মীপুর পৌর শহরের শাঁখারীপাড়া এলাকায় হিন্দু বখাটে ও মাদকসেবী যুবকদের রমরমা আড্ডা

লক্ষ্মীপুর পৌর শহরের শাঁখারীপাড়া এলাকায় হিন্দু বখাটে ও মাদকসেবী যুবকদের রমরমা আড্ডা

লক্ষ্মীপুর পৌর শহরের শাঁখারীপাড়া এলাকায় হিন্দু বখাটে ছেলেদের ও মাদকসেবী আর অপরাধীদের রমরমা আড্ডা । রাত নামলেই বসে মাদকের আসর । আড্ডায় বসে মাদকসেবীরা । এ কারণে ওই এলাকায় অপরাধ বেড়েই চলেছে । হচ্ছে চুরি ,ডাকাতি , মেয়েদের নিয়ে ইভটিজিং , হুন্ডা চুরি ,  জুয়া খেলা ও জুয়া খেলা নিয়ে রক্তপাত মতো ঘটনা ঘটেছে । চলছে অবাধে মদ , গাঁজা ও ইয়াবা ব্যবসা ও সেবন । অথচ ওই এলাকা থেকে লক্ষ্মীপুর মডেল থানার দূরত্ব আধা – কিলোমিটার ।

নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন ভাড়াটিয়া জানায় , আমরা দীর্ঘদিন ধরে শাঁখারীপাড়ায় পারিবারিকভাবে ভাড়া বাসায় থাকি । রাতে মাদকসেবীদের আড্ডার কারনে স্কুল – কলেজপড়ুয়া ছেলেমেয়েদের নিয়ে ভয়ে থাকি । স্থানীয় মহাশ্মশান এলাকার এসব মাদকসেবীর সঙ্গে বহিরাগত কিছু লোকও জড়িত রয়েছে । স্থানীয়রা জানান, গত কয়েক বছরে বেশ কয়েকটি চুরি ও ডাকাতির ঘটনা ঘটেছে শাঁখারীপাড়ায় ।বিভিন্ন বাসার মোবাইল, মানিব্যাগ,স্বর্ণালঙ্কার চুরি হচ্ছে । সব সময় আতঙ্কে থাকছেন ওই এলাকার লোকজন । প্রায় দিনই শাঁখারীপাড়ার মহাশ্মশান সড়কে , রাম ঠাকুর আশ্রমের আশেপাশে রমরমা হিন্দু বখাটে যুবকদের ও মাদকসেবীদের আড্ডা বসে ও  ১৬ – ২০ বছর বয়সী ছেলেরা বিভিন্ন প্রকার মাদক সেবন করছে এবং শাঁখারীপাড়া ১৫-২৫ বছর বয়সী হিন্দু বখাটে ছেলেরা মাদক সেবন করে বিভিন্ন অপরাধে জুরিয়ে পড়ছে ও মাদক ব্যবসায়ীদের রমরমা আড্ডা চলছে । রাম ঠাকুর মন্দিরে সামনে এবং মহাশ্মশান গেটের সামনে বিভিন্ন দোকানগুলিতে মাদকসেবীদের আড্ডা বসে ও বাগানগুলোতে আসর বসে ।

সচেতন মহল মনে করে স্থানীয় ওয়ার্ডের জনপ্রতিনিধি ও তার আশেপাশের লোকদের ছত্রছায়া এইসব ১৫ -২০ বছর বয়সী  হিন্দু বখাটে যুবকরা মাদকসেবন করে ও দিন দিন এলাকাটাকে একটা বাজে পরিবেশ তৈরী করছে  ।

সচেতন মহল মনে করছে একমাত্র এই উঠতি বয়সী  এইসব হিন্দু বখাটে যুবকদের ও সেবনকারীদের আড্ডা একমাত্র প্রশাসনের সহযোগিতায় ছাড়া আড্ডা বন্ধ করা যাবে না।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com