বুধবার, ০৯ অক্টোবর ২০২৪, ০৪:২১ অপরাহ্ন
নাশকতা, বিভিন্ন মামলায় অভিযুক্ত পলাতক ৫ বিএনপি নেতা ও ২ জামায়াত নেতাসহ ৩৯ জনকে গ্রেফতার করেছে নীলফামারী পুলিশ। গ্রেফতারকৃতদের মঙ্গলবার দুপুরে কারাগারে পাঠানো হয়।
সোমবার থেকে মঙ্গলবার পর্যন্ত জেলার বিভিন্ন স্থানে পুলিশ বিশেষ অভিযান চালিয়ে অভিযুক্তদের গ্রেফতার করে।
জেলা পুলিশের গোয়েন্দা বিভাগের ওসি মোমিনুল ইসলাম জানান, গ্রেফতারকৃতদের মধ্যে ডিমলা উপজেলার খগাখড়িবাড়ি ইউনিয়নের যুবদলের সভাপতি আশিকুর রহমান(৩৫), কিশোরীগঞ্জ উপজেলার পুটিমারী ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের বিএনপি নেতা দেলোয়ার হোসেন(৪৫), জেলা সদরের কুখাপাড়া মহল্লার বিএনপি নেতা আব্দুল হানিফ(৪৫), সৈয়দপুর উপজেলার কাজিরহাট মহল্লার বিএনপি নেতা শাহিনুর মিয়া(৩৩), একই মহল্লার বিএনপি নেতা শাহিন(২৮), কিশোরীগঞ্জ উপজেলার পুটিমারী ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের জামায়াতের সহ-সভাপতি জাহিদুল ইসলাম(৪৫), একই ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের জামায়াতের সহ সেক্রেটারি শরিফুল ইসলাম(৪০) রয়েছেন।