শুক্রবার, ১৩ ডিসেম্বর ২০২৪, ০৩:০৮ পূর্বাহ্ন
এসএসসি ও সমমানের পরীক্ষা চলার সময় কোচিং সেন্টার চালু রাখায় দিনাজপুরের চিরিরবন্দরে পাঁচ শিক্ষককে আটক করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। পরে মুচলেকা দিয়ে মুক্তি পান তারা।
প্রশ্নপত্র ফাঁস ঠেকাতে এসএসসি পরীক্ষা চলার সময় দেশের সব কোচিং সেন্টার বন্ধের সরকারি নির্দেশনা থাকলেও উপজেলার কোচিংগুলো খোলা রেখেছিলেন ওই শিক্ষকরা।
খবর পেয়ে মঙ্গলবার সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ গোলাম রব্বানী বেশ কিছু কোচিং সেন্টারে অভিযান চালিয়ে সেগুলোর পরিচালকসহ পাঁচজনকে আটক করেন।
আটকরা হলেন ফরিদুল বিদ্যা নিকেতনের পরিচালক ও শিক্ষক রবিউল ইসলাম, ফ্রেন্ডস কোচিং সেন্টারের পরিচালক জুবায়ের আলম, শিক্ষক সামসুল আলম ও হাবিবুর রহমান ও সানলাইট কোচিং সেন্টারের শিক্ষক আল আমিন।
পরে ‘পরীক্ষা চলাকালীন কোচিং আর করাবেন না’ এই মর্মে মুচলেকা নিয়ে তাদের ছেড়ে দেয়া হয়।