বৃহস্পতিবার, ১৯ Jun ২০২৫, ০৫:৪৮ পূর্বাহ্ন
আদালত প্রতিবেদক: পারিবারিক বিরোধে প্রতিপক্ষকে ঘায়েল করতে সুনামগঞ্জের দিরাই উপজেলায় শিশু তুহিনকে নৃসংশভাবে হত্যা করে লাশ গাছে ঝুলিয়ে রাখার ঘটনায় তার বাবা ও চাচাকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত।আজ সোমবার জেলা ও দায়রা জজ ওয়াহেদুজ্জামান শিকদার এক বছর আগের চাঞ্চল্যকর এ হত্যা মামলার রায় ঘোষণা করেন।
দণ্ডিত দুই আসামি- তুহিনের বাবা আবদুল বাসির ও চাচা নাছির উদ্দিন রায় ঘোষণার সময় আদালতে উপস্থিত ছিলেন। মামলার বিবরণে বলা হয়, গত ১৪ অক্টোবর দিরাই উপজেলার কেজাউড়া গ্রামের কৃষক আবদুল বাসিরের ছেলে তুহিন মিয়ার (৫) ঝুলন্ত লাশ মেলে বাড়ির কাছের একটি গাছে। তার পেটে দুটি ছুরি গাঁথা ছিল; কান ও লিঙ্গ কেটে বিচ্ছিন্ন করা ছিল। এ ঘটনায় তুহিনের মা মনিরা বেগম অজ্ঞাতপরিচয় কয়েকজনকে আসামি করে মামলা করেন। পরে পুলিশ এ ঘটনায় তুহিনের বাবা আবদুল বাসির, চাচা জমশেদ আলী, মোছাব্বির আলী, নাছির উদ্দিন ও এক চাচাত ভাইকে গ্রেফতার করে।রায়ের পর রাষ্ট্রপক্ষের আইনজীবী পিপি শামছুর নাহার বেগম শাহানা রব্বানী বলেন, তুহিনের বাবা আবদুল বাসির ও চাচা নাছির উদ্দিন তুহিনকে হত্যার কথা স্বীকার করায় আদালত তাদের মৃত্যুদণ্ড দিয়েছেন। এ ছাড়া বাকি দুই চাচার সম্পৃক্ততা না পাওয়ায় খালাস প্রদান করা হয়েছে।