রবিবার, ১০ নভেম্বর ২০২৪, ০১:৩৩ পূর্বাহ্ন
ভিশন বাংলা ডেস্ক- প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে কটাক্ষ করে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে স্ট্যাটাস দেওয়ার অভিযোগে মোবারক করিম নামে এক সরকারি কর্মচারীকে আটক করা হয়েছে।
আজ বৃহস্পতিবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলা থেকে তাকে আটক করে পুলিশ। তিনি উপজেলা প্রাণিসম্পদ হাসপাতালের ভেটেনারি ফিল্ড অ্যাসিস্ট্যান্ট।
জানা গেছে, ফেসবুকে একটি স্ট্যাটাসে একদিকে খালেদা জিয়া ও অন্যদিকে সাপের ছবি দিয়ে লেখা হয়, ‘কে বেশি ভয়ংকর’। ওই স্ট্যাটাসের কমেন্টে মোবারক করিম লেখেন ‘হাসিনা’।
বিষয়টি জানার পর দুপুরে স্থানীয় লোকজন তাকে হাসপাতালের ভেতরেই আটকে রাখে। পরে খবর পেয়ে তাকে থানায় নিয়ে আসে পুলিশ।
আখাউড়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোশারফ হোসেন তরফদার বিষয়টি নিশ্চিত করে বলেন, এ বিষয়ে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নিতে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করা হচ্ছে।