রবিবার, ২৩ নভেম্বর ২০২৫, ০৫:৩০ অপরাহ্ন

করোনায় নিস্তব্ধ মাধবপুর, সক্রিয় মাদক কারবারিরা

ভিশন বাংলা ২৪ ডেস্ক :
  • আপডেট টাইম : বুধবার, ১৫ এপ্রিল, ২০২০
  • ২৯৩

মোঃ নজরুল ইসলাম খান, মাধবপুর(হবিগঞ্জ) প্রতিনিধিঃ
করোনাভাইরাসের কারণে হবিগঞ্জ জেলার সকল প্রবেশদ্বার নিয়ন্ত্রিত করার ঘোষণা দিয়েছেন জেলা প্রশাসক। এছাড়া করোনা সতর্কতায় মানুষকে ঘরে রাখতে প্রতিনিয়ত জেলার বিভিন্ন উপজেলায় প্রচার-প্রচারণা চলছে। ব্যতিক্রম নয় সীমান্তবর্তী উপজেলা মাধবপুরও। এখানে করোনাভাইরাস আতঙ্কে নিস্তব্ধ হয়ে আছে পুরো উপজেলা। আর উপজেলা বাসীর এই নিস্তব্ধতা কাজে লাগিয়ে ফের সক্রিয় হয়ে উঠেছে মাদক চোরা কারবারিরা। বিশেষ করে উপজেলার মনতলা ও তেলিয়াপাড়া সীমান্ত দিয়ে মাদকের চালান আসছে বলে অভিযোগ করেছেন স্থানীয় বাসিন্দারা।
স্থানীয়রা বলছেন, উপজেলায় এ দুই সীমান্ত দিয়ে আগে প্রচুর মাদকের চালান আসতো। তবে প্রশাসনের টানা অভিযানের ফলে মাদক ব্যবসায়ীরা আত্মগোপনে চলে যায়। আর বর্তমান সময়ে করোনাভাইরাসের কারণে পুলিশের নীরবতা ও টহল কম থাকায় তারা আবারও সক্রিয় হয়েছেন।
স্থানীয়রা আরও বলছেন, বর্তমানে করোনাভাইরাসে কারণে পুলিশ ও অন্যান্য প্রশাসন মাঠে কাজ করার সুযোগ প্রতিদিনই বাড়ছে মাদক চোরাকারবারিদের সংখ্যা। সন্ধ্যা হলেই এলাকায় বেড়ে যায় অপরিচিত মানুষের আনাগোনা। আর বড় গাড়ি বন্ধ থাকায় মাদক ব্যবসায়ীরা মোটরসাইকেল ব্যবহার করছেন। এভাবে অপরিচিত মানুষের আনাগোনা বন্ধ না করা গেলে উপজেলাজুড়ে ফের মাদকের বিস্তার ঘটবে বলে আশঙ্কা এলাকাবাসীর। একই সাথে সীমান্তবর্তী এলাকা থাকায় আছে করোনার ঝুঁকিও। সব মিলিয়ে উপজেলার বাসিন্দাদের দাবি, করোনা সতর্কতার পাশাপাশি সীমান্ত এলাকায় নজরদারি বাড়ানো হোক।
মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি ইকবাল হোসেন বলছেন, করোনাভাইরাস সতর্কতায় আমরা প্রতিনিয়ত উপজেলায় প্রচার-প্রচারণা চালাচ্ছি। একই সাথে সরকারি নির্দেশনা মোতাবেক সকল গণপরিবহণ বন্ধ রয়েছে। আর সবশেষ আমাদের জেলা প্রশাসক মহোদ্বয়ের নির্দেশে জেলার প্রবেশদ্বার নিয়ন্ত্রণ করার নির্দেশে আমরা বিভিন্ন জায়গায় চেকপোস্ট বসিয়েছি। সেজন্য মাদকের বড় চালান নিয়ে আসা সম্ভব নয়। তবে স্থানীয়ভাবে হয়তো ছোটখাটো কিছু মাদক আসতে পারে। তবে আমরা সেগুলো বন্ধ করার জন্যও টহল অব্যাহত রেখেছি।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Theme Developed BY ThemesBazar.Com