বৃহস্পতিবার, ১৬ অক্টোবর ২০২৫, ০৭:১০ পূর্বাহ্ন

যে কারণে ইন্টারনেট ও স্মার্টফোন ব্যবহার করেন না পুতিন

ভিশন বাংলা ২৪ ডেস্ক :
  • আপডেট টাইম : শনিবার, ১০ ফেব্রুয়ারী, ২০১৮
  • ৫৯৯

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন সোশ্যাল মিডিয়ায় কোনো আগ্রহ পান না। সম্প্রতি তিনি জানালেন স্মার্টফোনও ব্যবহার করেন না। এমনকি তিনি পারতপক্ষে ইন্টারনেটও ব্যবহার করেন না বলে জানিয়েছেন।

কিন্তু কেন তিনি এসব আধুনিক যন্ত্রপাতি ব্যবহার করেন না, এ প্রসঙ্গ নিয়ে বিশ্লেষকরাও চিন্তাভাবনা করেছেন। তারা বলছেন, পুতিন একজন কেজিবি এজেন্ট ছিলেন। তার জানা আছে গোপনীয়তার গুরুত্ব। আর পশ্চিমাদের স্মার্টফোন ও ইন্টারনেটের নিরাপত্তা যে কতটা ভঙ্গুর, তা জেনে তিনি এসব যন্ত্রে কোনো তথ্য দিতে রাজি নন।

বৃহস্পতিবার মস্কোতে দেশের বিজ্ঞানী ও শিক্ষাবিদদের সঙ্গে এক বৈঠকে পুতিন বলেন, ‘আপনাদের কথা অনুযায়ী প্রত্যেকের কাছে স্মার্টফোন রয়েছে। কিন্তু আমার কাছে নেই।’

গত বছর পুতিন বলেছিলেন, সোশ্যাল মিডিয়া নিয়েও কোনো আগ্রহ নেই তার। পুতিন আরও বলেন, তার সারাদিন এতটাই ব্যস্ততার মধ্যে কাটে যে ইনস্টাগ্রাম থেকে ইন্টারনেট- কোনো কিছুই ব্যবহারের সময় তিনি পান না।

বাস্তবে পুতিন এসব ব্যবহার না করলেও তার সহকারীদের কাছে রয়েছে আধুনিক সব যন্ত্রপাতি। এসব দিয়েই তার কাজ চলে যায়।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Theme Developed BY ThemesBazar.Com