মঙ্গলবার, ২৪ Jun ২০২৫, ১০:৫৮ অপরাহ্ন
অনুকূল আবহাওয়া না থাকা ও পুঁজি সংকটে সমস্যায় আছেন পিরোজপুরের প্রান্তিক শুটকি চাষিরা। কার্তিক মাস এলেই শুটকি তৈরির তোড়জোড় শুরু হয় পিরোজপুরের পাড়েরহাট আর চিথলিয়া গ্রামজুড়ে। মৌসুম শেষের দিকে হলেও কুয়াশার আড়ালেই থাকে সূর্য থাকায় রোদের অভাবে দৈনিক শুটকি উৎপাদনে ঘাটতি কমছে না।
এদিকে সূর্যের দেখা মিললেও অনেকেরই কোন লাভ হতো না। কেননা শুটকি করার আগেতো মাছ কিনতে হবে। সে টাকাই নেই ব্যবসায়ীদের।
শুটকি ব্যবসায়ীদের এসব সমস্যার সমাধান নেই জেলার মৎস্য বিভাগের হাতে। তবে, সংকটের মধ্যেও যেন মানসম্মত শুটকি তৈরি হয়, সে ব্যাপারে কড়া নজরদারিতে ছাড় দিচ্ছেন না মৎস্য কর্মকর্তারা।
পুরের বাদুরা খালের দুই পাড়ের দুই গ্রামে প্রতি মৌসুমে দেড় কোটি টাকার শুটকি তৈরি হয়। যার বেশিরভাগই চলে যায় বন্দরনগরী চট্টগ্রামে।