বুধবার, ২৭ নভেম্বর ২০২৪, ০২:১৫ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
ঈশ্বরদী টিভি রিপোর্টার্স ক্লাবের আত্মপ্রকাশ, সভাপতি চ‍্যানেল এস এর বায়েজিদ, সম্পাদক বিজয় টিভির সবুজ কসবায় বিএসএফের গুলিতে দুই বাংলাদেশী আহত কটিয়াদীতে হেলমেট ও লাইসেন্সবিহীন মোটরসাইকেল চালকদের জরিমানা বিয়ের ৪ মাসের মাথায় যৌতুকের দাবিতে নববধূকে পিটিয়ে আহত মুরগির বাচ্চায় দিনে ৯ কোটি টাকা লোপাট নরসিংদীতে জাতীয়তাবাদী মহিলা দলের উঠান বৈঠক কর্মীসভা অনুষ্ঠিত হরিপুরে গ্রামবাংলার ঝোপঝাড় হতে বিলুপ্তির পথে কুচফল ওয়াজের মাঠ কাপানো আর নারীদের খাট কাপানো হুজুর মুফতি মুহাম্মদ শফিকুজ্জামান দলীয় শৃঙ্খলা ভঙ্গ করায় ৮০০ নেতার বিরুদ্ধে বিভিন্ন শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে: রিজভী নির্বাচন কবে, সেই ঘোষণা হবে প্রধান উপদেষ্টার পক্ষ থেকেই : প্রেস উইং
মোংলার নারকেলতলা আবাসন এখন সন্ত্রাসীদের অভয়ারণ্য

মোংলার নারকেলতলা আবাসন এখন সন্ত্রাসীদের অভয়ারণ্য

মিথ্যা অপবাদ আর নির্যাতনে নিঃস্ব বহু অসহায় পরিবার–

মোংলা প্রতিনিধি
মোংলায় একটি সন্ত্রাসী গ্রুপের অত্যাচারে নিঃস্ব হয়ে পড়েছে অসহায় কয়েকটি পরিবার। উপজেলার চাদঁপাই ইউনিয়নের নারকেলতলা এলাকায় আবাসন প্রকল্পে বসবাসকারী গরীব ও অসহায় পরিবারগুলোর মানুষদের সহ্য করতে হচ্ছে নানা অনিয়ম ও মানুষিক অত্যাচার, এমনই অভিযোগ করেন তারা। নারকেলতলা আবাসন প্রকল্প এলাকা এখন সন্ত্রাসীদের অভায়রন্যে পরিনত হয়েছে। আর সন্ত্রাসী এ গ্রুপটি নিয়ন্ত্রন করছেন এলাকার কিছু প্রভাবশালী ও জনপ্রতিনিধিরা। এলাকার অসহায় মানুষগুলো সন্ত্রাসীদের হাত থেকে বাচতে আইনশৃংখ্যলা রক্ষাকারী বাহিনীর হস্তক্ষেপ কামনা করছে।
আবাসনে বসবাসকারী ও স্থানীয়রা অভিযোগ করে বলেন, চাদঁপাই ইউনিয়নের ৩নং ওয়ার্ডের নারকেলতলা এলাকায় প্রায় ৪ হাজার লোকের বসবাস। সেখানে সরকারের তৈরী করা ৪টি আবাসন প্রকল্প রয়েছে। এ খানে ৪টি অবসানে টিনসেটসহ একটিতে ১২০ পরিবার, অন্যটিতে ৯০ পরিবার ও অন্য ২টিতে ৭৫টি করে মোট ৪শ ৮০টি পরিবার রয়েছে। এছাড়াও ওই এলাকায় সরকারী বেশ কয়েক একর খাস জমি রয়েছে, যা অনাবদি পরে রয়েছে অনেক বছর ধরে। আর এ ব্র্যাক ৪টিতে রয়েছে উপজেলার বিভিন্ন এলাকা থেকে আসা প্রায় দুই হাজার থেকে ২২শ ভমিহীন পরিবার বসবাস করছে। ওই এলাকাটি ইউনিয়নের উত্তরের শেষ সিমানায় হওয়ার সুবাদে দীর্ঘদিন থেকে এখানে গড়ে উঠেছে একটি সন্ত্রাসী গ্রুপ। যারা ওই এলাকায় মাদকসহ নানা অপরাধ মুলক কর্মকান্ডের সাথে জরিত রয়েছে বলেও অভিযোগ রয়েছে স্থানীয়দের। আর এ গ্রুপটি দিয়ে এখানকার প্রভাবশালী ও জনপ্রতিনিধিরা হরহামেসাই চালিয়ে যাচ্ছে সন্ত্রাসী কর্মকান্ড। আবাসনে বসবাসকারীরা ছোট খাটো অন্যায় করলেই এদেরকে গুনতে হয় মোটা অংকের টাকা। সন্ত্রাসী এ কার্যকলাপের প্রতিবাদ বা ধার্যকৃত টাকা দিতে অপরগতা প্রকাশ করলে তাদের উপর নেমে আসে শারীরিক ও অমানুষিক নির্যাতন। গত ২০১৭ সালে একই এলাকায় বসবাসকারী কৌইন বিশ্বাসের মেয়ের একটি অনৈতিক ঘটনা ঘটে। সেখানে ওই ঘটনার সাথে একাধিক ব্যাক্তি জড়িতের কথা বলে মেয়েটি ও এলাকাবাসী। কিন্ত স্থানীয় ইউপি সদস্য মোঃ হারুন মল্লিক সন্ত্রাসীদের সহায়তায় ৭৮ বছরের এক বৃদ্ধ জনৈক ইউসুফ আলী খাঁনকে দোকানের মধ্যে বেধরক মারপিট করে এবং মোটা অংকের টাকা দাবী করে। তার ধার্যকৃত টাকা দিতে অস্বিকার করায় ওই অপরাধে তাকে ধর্ষন মামলায় আসামী করে জেল হাজতে পাঠানো হয় বলে ইউসুফ আলী জনসম্মুখে অভিযোগ করেন। স্থানীয়দের অভিযোগ, এলাকার সন্ত্রাসীদের কর্মকান্ডের প্রতিবাদ করার কারনেই ইউসুফকে এ মামলায় আসামী হয়েছে। দীর্ঘ ৩ বছর জেল হাজত খাটার পর গত আড়াই মাস আগে জামিনে মুক্তি পান ইউসুফ আলী। ওই মামলা চলমান থাকার পরেও গত ২৬ এপ্রিল একই ঘটনা পুনরাভিত্তি ঘটে ওই কৌইন বিশ্বাসের মেয়ের। ২৫ এপ্রিল রাতে গোপন বৈঠক বসে নির্মল বিশ্বাসের বাসায় আর সেখানে উপস্থিত থাকেন সন্ত্রাসীদের আশ্রায়দাতা সকলেই। সেখানে মেয়েটি আয়নাল মল্লিক ও সামছু রহমানের নাম বললেও স্থানীয় প্রভাবশালী নির্মল, দুলাল, ইউপি মেম্বর ও তার স্ত্রীসহ ওই সকল সন্ত্রাসীরা কৌশলে আয়নাল মল্লিককে আসামী করা হয়। আয়নাল বর্তমানে জেল হাজতে রয়েছে। এদিকে আটক আয়নাল মল্লিকের সাত বছরের শিশু পুত্র তুফান মল্লিক হার্টের রোগী। পবিত্র ঈদুল ফিতরের পরে ছেলেকে অপারেশ করানোর কথা থাকলেও সেটি এখন অনিশ্চয়তায় দেখা দিয়েছে। শুধু এ ঘটনা নয়. এখানে মাদক ব্যাবসা, নারী কেলেঙ্কারী, নারী পাচার, সন্ত্রাসীদের আশ্রায় স্থল, আবাসনে কে বসবাস করবে আর কে করবে না তাও তাদের নিয়ন্ত্রনে। এমনকি বহিরাগতদেরও অবাধ যাতায়াত ও বসবাসের স্থান করে দিচ্ছে ওই সন্ত্রাসী মহলটি।
এব্যাপারে ওই আবাসন এলাকার ইউপি সদস্য মোঃ হারুন মল্লিকি বলেন, তার বিরুদ্ধে সকল অভিযোগই মিথ্যা, এলাকায় নির্বাচনী প্রতিদন্ধীতা নিয়ে প্রতিপক্ষের সাথে দন্ধ। তাই মিথ্যা অপবাদ রটাচ্ছে ওই প্রতিপক্ষরা।
সহকারী পুলিশ সুপার (মোংলা সার্কেল) মোঃ আসিফ ইকবাল জানান, নারকেলতলা আবাসন প্রকল্পের একটি নারী ঘটিত ঘটনার মামলা চলমান। তবে আবসনে মাদক বা অন্য কোন সন্ত্রাসী কর্মকান্ড এবং অপরাধ মুলক কার্যক্রম হলে আইনগত ব্যাবস্থ নেয়া হবে। ###

মোংলা ০২,০৫,২০২০

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com