সোমবার, ১৫ সেপ্টেম্বর ২০২৫, ০৪:১৩ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
কুড়িগ্রাম ভূরুঙ্গামারীতে সারের দাবিতে কৃষকদের সড়ক অবরোধ তরুণদের সম্মিলিত প্রচেষ্টায় বাংলাদেশ মাথা উঁচু করে দাঁড়াবে: প্রধান উপদেষ্টা ব্র্যাক ব্যাংকের সিইও তারেক রেফাত উল্লাহ খানকে প্রগতি লাইফের শুভেচ্ছা বিধিবহির্ভূত বিলাসবহুল ফ্ল্যাট বরাদ্দ নেয়ার অভিযোগ, আইডিআরএ চেয়ারম্যানকে দুদকে তলব নাইজেরিয়ায় বিয়ের বাস নদীতে পড়ে প্রাণ গেল ১৯ জনের গ্রীন ডেল্টা ইন্স্যুরেন্সের সিইও পদে ফারজানা চৌধুরীর পুনঃনিয়োগ বৈষম্যের শিকার খালেক মিয়া ইসলামী ইন্সুরেন্সে স্বপদে ফিরতে চান সাতক্ষীরার সীমান্ত দিয়ে চার শিশুসহ ১০ বাংলাদেশি হস্তান্তর ধূমপানের অতীত ইতিহাস… পাঁচ বছরেই দেশকে সোনার খনিতে রূপান্তর সম্ভব: বশিরউদ্দীন
থাপ্পড়ের প্রতিশোধ নিতে বাড়িওয়ালার শিশুপুত্রকে হত্যা

থাপ্পড়ের প্রতিশোধ নিতে বাড়িওয়ালার শিশুপুত্রকে হত্যা

নিজস্ব প্রতিবেদক: গাজীপুরে অপহরণের পর পাঁচ বছরের এক শিশুকে হত্যা করা হয়েছে। কয়েক দিন আগে শিশুটির বাবা ফরহাদ হোসেন ভাড়াটিয়া জুয়েল আহমেদ সবুজকে কারণবশত থাপ্পড় মারে। এর প্রতিশোধ নিতেই শিশু আলিফ হোসেনকে (৫) হত্যা করা হয় বলে জানায় র‌্যাব।

শনিবার রাত সাড়ে ১২টার দিকে সিটি কর্পোরেশনের কোনাবাড়ী থানাধীন হরিণাচালা আমতলা এলাকার একটি ঝুটগুদাম থেকে ওই শিশুর মরদেহ উদ্ধার করা হয়।

নিহত শিশুর নাম আলিফ হোসেন (৫)। সে কোনাবাড়ী থানাধীন হরিনাচালা আমতলা এলাকা ফরহাদ হোসেনের ছেলে।

গাজীপুর র‌্যাব ১-এর কোম্পানি কমান্ডার আবদুল্লাহ আল মামুন জানান, গত ২৯ এপ্রিল বিকালে আলিফ হোসেনকে অপহরণ করেন জুয়েল আহমেদ সবুজ (২২) ও সাগর (২০)।

অপহরণের পর ২০ লাখ টাকা মুক্তিপণ দাবি করেছিলেন তারা। একপর্যায়ে নিহতের বাবা ফরহাদ হোসেন মুক্তিপণের ২০ লাখ টাকা দিতে রাজি হয়। পরে ওই টাকা দিতে মোবাইলে বিভিন্ন জায়গায় ফরহাদ হোসেনকে যেতে বলে অপহরণকারীরা।

শনিবার সন্ধ্যায় মুক্তিপণের ২০ লাখ টাকা নিয়ে পূবাইল এলাকায় যায় ফরহাদ হোসেন। সেখান থেকে সাগরকে আটক করেন র‌্যাব সদস্যরা। পরে তার দেয়া তথ্যমতে, ফরহাদ হোসেনের একটি বাড়ির তৃতীয় তলা ঝুট থেকে আলিফের মরদেহ উদ্ধার করা হয়।

জিজ্ঞাসাবাদে আটক সাগর র‌্যাবকে জানায়, গত কয়েক দিন আগে ফরহাদ হোসেন ভাড়াটিয়া জুয়েল আহমেদ সবুজকে কারণবশত থাপ্পড় মারে। এর প্রতিশোধ নিতে জুয়েল আহমেদ সবুজ আলিফ হোসেনকে অপহরণ করে তাদের বাড়ির তিন তলায় ঝুটগুদামে নিয়ে শ্বাসরোধে হত্যা করে।

আবদুল্লাহ আল মামুন আরও জানান, মরদেহ মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে। এ ছাড়া মূল আসামিকে গ্রেফতারের চেষ্টা চলছে বলে জানান র‌্যাবের ওই কর্মকর্তা।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com