বুধবার, ২৭ নভেম্বর ২০২৪, ০২:২৯ পূর্বাহ্ন
আগৈলঝাড়া প্রতিনিধিঃ বরিশালের আগৈলঝাড়ায় তিনটি বাজারে বিভিন্ন অনিয়মের দায়ে ৭টি ব্যবসা প্রতিষ্ঠানে ১৮হাজার ২শত টাকা জরিমানা ও সাড়ে ১৭ কেজি আদা জব্দ করেছেন ভ্রাম্যমাণ আদালত।
জানাগেছে. আজ (রোববার) সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট চৌধুরী রওশন ইসলাম করোনা প্রর্দুভাব ও রমজান মাস উপলক্ষে নিত্যপন্যের মূল্য স্থিতিশীল রাখতে উপজেলা সদর বাজার,পয়সার হাট ও গৈলা বজারে অভিযান পরিচালনা করে। অভিযানে উপজেলা সদর বাজারে শাহাদাতের মুদির দোকানে আদার ক্যাশ ম্যামো দেখাতে না পারায় তার ১৭ কেজি ৫শত গ্রাম আদা জব্দসহ তাকে ১হাজার জরিমানা করা হয়। পরে উপজেলার গৈলা বাজারে দিলীপ বিশ্বাসের মুদির দোকানে মূল্য তালিকা না টানানোর অপরাধে ৩হাজার টাকা, সঠিক মুল্য তালিকা না থাকায় হারুন সরদারের মুদির দোকানে ১হাজার টাকা, মাছ বাজারে সামাজিক দুরত্ব বজায় না রেখে মাছ বিক্রি করায় মাছ ব্যবসায়ী সুব্রত হালদারকে ৫শত টাকা ও গৌরাঙ্গ বিশ্বসকে ২হাজার ৫শত টাকা ও দুপুরে পয়সারহাট বন্দরে মুল্যের চেয়ে বেশী মূল্যে আদা বিক্রি করায় ব্যবসায়ী লায়েক বখতিয়ারকে ১০হাজার টাকা ও সরকারী জায়গা নিত্যপন্য রাখায় মুদি ব্যবসায়ী শ্যামল বাড়ৈকে ২শত টাকাসহ ৭টি প্রতিষ্ঠানে ১৮হাজার ২শত টাকা জরিমানা করেন ভ্রাম্যমান আদালতের বিচারক। ভ্রাম্যমান আদালতের সময় উপস্থিত ছিলেন, উপজেলা চেয়ারম্যান মুক্তিযোদ্ধা আব্দুর রইচ সেরনিয়াবাত, উপজেলা (ভুমি) অফিসের অফিস সহকারী সোহেল আমিন ও এসআই আব্বাস।