সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ০১:৩৯ অপরাহ্ন
স্ত্রীর সঙ্গে ঝগড়া করে রাউজানে এক যুবক বিষপানে আত্মহত্যা করেছেন। গত শুক্রবার উপজেলার হলদিয়া ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের রাবার বাগানসংলগ্ন কম্বইল্লাটিলায় এ বিষপানের ঘটনা ঘটে। গতকাল শনিবার চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়েছে।
নিহত মোহাম্মদ সাজ্জাদ সিএনজি অটোরিকশাচালক ছিলেন। তাঁর বাবার নাম দুলা মিয়া।
স্থানীয় লোকজন জানায়, শুক্রবার বিকেলে বিভিন্ন ব্যাংক ও এনজিওর ঋণ পরিশোধ নিয়ে স্ত্রীর সঙ্গে ঝগড়া হয় সাজ্জাদের। একপর্যায়ে তিনি স্ত্রীকে মারধর করেন। এর কিছুক্ষণ পর তিনি বিষপান করেন। পরে স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় গতকাল শনিবার দুপুরে সাজ্জাদ মারা যায়।