শুক্রবার, ০৩ অক্টোবর ২০২৫, ০৩:২৪ অপরাহ্ন

আগৈলঝাড়া প্রেসক্লাবের সাংবাদিকদের সুরক্ষা পোষাক (পিপিই) দিলেন কেন্দ্রীয় বিএনপি নেতা জহির উদ্দিন স্বপন।

ভিশন বাংলা ২৪ ডেস্ক :
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১২ মে, ২০২০
  • ৩২২

আগৈলঝাড়া প্রতিনিধিঃ করোনাভাইরাস মহামারিতে জীবনের ঝুঁকি নিয়ে সাংবাদিকদের মাঠে কাজ করতে হচ্ছে। সে বিবেচনায় বরিশালের আগৈলঝাড়া প্রেসক্লাবের সকল সাংবাদিদের স্বাস্থ্য সুরক্ষার জন্য সুরক্ষা পোষাক (পিপিই) প্রদান করলেন কেন্দ্রীয় বিএনপি নেতা জহির উদ্দিন স্বপন।
গতকাল মঙ্গলবার সকালে কেন্দ্রীয় বিএনপির সাবেক তথ্য ও গবেষণা সম্পাদক এবং বরিশাল-১ আসনের সাবেক সংসদ সদস্য এম জহির উদ্দিন স্বপনের পক্ষে প্রেসকাবে এসে সুরক্ষা পোষাক প্রদান করেন উপজেলা বিএনপি নেতা আবুল মোল্লা, এনায়েত উদ্দিন খান মনু, আলাউদ্দিন হওলাদার, হাবিবুর রহমান পাইক, স্বেচ্ছাসেবক দলের সাবেক সাধারণ সম্পাদক কার্তিক বেপারী, যুবদল নেতা আবুল কালাম মোল্লা।
এসময় উপস্থিত ছিলেন প্রেসক্লাবের আহ্বায়ক কেএম আজাদ রহমান, আহ্বায়ক সদস্য সরদার হারুন রানা, শামীমুল ইসলাম শামীম, সাবেক সভাপতি সাইফুল ইসলাম, ওয়াসিম ভুইয়া সেলিম, অপূর্ব লাল সরকার, সাবেক সাধারণ সম্পাদক মাহাবুবুল ইসলাম, প্রবীর বিশ্বাস ননী, ওমর আলী সানী, সাংবাদিক জাহিদুল ইসলাম, জয় রায়, মনিরুজ্জামান, রিপন বিশ্বাস, বরুন বাড়ৈ, স্বপন দাস, এফএম নাজমুল, পলাশ দত্ত, মারুফ মোল্লা প্রমূখ।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Theme Developed BY ThemesBazar.Com