রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ০৪:৫২ পূর্বাহ্ন
ডেস্ক রিপোর্ট: করোনা সংকট মোকাবিলায় উন্নয়নশীল ১০০ দেশের জন্য ৫ দশমিক ৫ বিলিয়ন অনুদান প্রকল্প হাতে নিয়েছে বিশ্বব্যাংক।
মঙ্গলবার (১৯ মে) এক সংবাদ সম্মেলনে বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট ডেভিড ম্যালপাস সাংবাদিকদের একথা জানিয়েছেন।
ম্যালপাস বলেন, বৈশ্বিক মহামারির কারণে অর্থনৈতিক কর্মকাণ্ড বন্ধ থাকায় ৬০ মিলিয়ন মানুষ চরম দারিদ্র্যের সম্মুখীন হবে। চলতি বছর হয়তো বৈশ্বিক অর্থনীতি ৫ শতাংশ সংকুচিত হবে। এর ফলে গত তিন বছরের দারিদ্র্য বিমোচনের সব অর্জনই নষ্ট হয়ে যাবে।