শনিবার, ১৯ Jul ২০২৫, ০২:৫৭ পূর্বাহ্ন
মোঃ জহিরুল ইসলাম সবুজ. বআগৈলঝাড়া:
বরিশালের আগৈলঝাড়া উপজেলার ৩নং বাগধা ইউনিয়ন পরিষদের ২০২০-২০২১ অর্থ বছরের উন্মুক্ত বাজেট ঘোষণা করা হয়েছে।
বুধবার সকালে ইউনিয়ন পরিষদ সভাকে অনুষ্ঠিত সভায় ২০২০-২০২১ অর্থ বছরে ২ কোটি ১৭ ল টাকার বাজেট ঘোষনা করেন ইউপি চেয়ারম্যান আমিনুল ইসলাম বাবুল ভাট্টি। বাজেটে বিভিন্ন খাতে আয় ধরা হয়েছে ২ কোটি ১৭ ল টাকা ও বিভিন্ন খাতে ব্যয় ধরা হয়েছে ২ কোটি ১৬ ল ৫০হাজার টাকা এবং উদ্বৃত্ত দেখানো হয়েছে ৫০ হাজার টাকা। বাজেটে বসতবাড়ির ওপর কর, লাইসেন্স ও পারমিট ফি’সহ গুরুত্বপূর্ন খাতে আয় ধরা হয়েছে এবং বিভিন্ন জনকল্যানমূলক কাজে ব্যয় ধরা হয়েছে। ইউপি চেয়ারম্যান আমিনুল ইসলাম বাবুল ভাট্টি সভাপতিত্বে বাজেট সভায় উপস্থিত ছিলেন শিক্ষক, ব্যাবসায়ি প্রতিনিধি, বীর মুক্তিযোদ্ধা সহ সুশিল সমাজের নেতৃবৃন্দ।