বুধবার, ২৭ নভেম্বর ২০২৪, ০৫:৩০ পূর্বাহ্ন
ইব্রাহিম সুজন, স্টাফ রির্পোটার, নীলফামারী:
প্রাথমিক শিক্ষার্থীদের সরকার প্রদেয় উপবৃত্তির টাকা উত্তোলনে নীলফামারী
সদর উপজেলার বিভিন্ন স্থানে শিওর ক্যাশ এজেন্টদের জোরপূর্বক অতিরিক্ত
অর্থ আদায়ে অভিভাবক ও শিক্ষার্থীদের অভিযোগের ভিত্তিতে আজ দিনব্যাপী
অনুসন্ধান কার্যক্রম পরিচালনা করে ভিষন বাংলা ডট কম এর অনুসন্ধানী টিম।
শহরের গাছবাড়ি মোড়ে সন্ধ্যা ৬ ঘটিকায় এক শিওর ক্যাশ এজেন্টকে অতিরিক্ত
অর্থ আদায়ের সময় হাতেনাতে পাকড়াও করে যোগাযোগ নিউজের অনুসন্ধানী টিম।
অভিযুক্ত এজেন্টের নাম রহিম এবং তিনি নিজেকে টুপামারি ইউনিয়নের বাসিন্দা
বলে পরিচয় দেন।
এ ব্যাপারে নীলফামারী সদর উপজেলা নির্বাহী অফিসারের সাথে যোগাযোগ করা হলে
তিনি জেলা প্রাথমিক শিক্ষা অফিসারের সাথে যোগাযোগ করতে বলেন। পরবর্তীতে
জেলা প্রাথমিক শিক্ষা অফিসার নবেজ উদ্দিনের সাথে মুঠোফোনে যোগাযোগ করা
হলে তিনি জানান, সরকারের পক্ষ থেকে প্রাথমিক শিক্ষার্থীদের জন্য এ উপহারে
এজেন্টদের অতিরিক্ত অর্থ আদায়ের কোন সুযোগ নেই। কেননা এজেন্টদের সাথে
সরকারের একটা কমিশনের চুক্তি রয়েছে; যেখানে অতিরিক্ত চার্জ ছাড়াই
শিক্ষার্থীদের পুরো টাকা দিতে হবে। এ ব্যাপারে তদন্ত সাপেক্ষে পদক্ষেপ
গ্রহণেরও অাশ্বাস দেন তিনি।
জনৈক প্রাথমিক শিক্ষা অফিসার রুহুল আমিনের সাথে যোগাযোগ করা হলে তিনিও
একই মন্তব্য করেন।
উল্লেখ্য যে, অভিযুক্ত শিওর ক্যাশ এজেন্ট বেশ কিছুদিন ধরেই বিভিন্ন
শিক্ষার্থী ও অভিভাবকের কাছে ৩০০ টাকায় অতিরিক্ত ২০ টাকা হারে জোরপূর্বক
অর্থ গ্রহণ করে অাসছিলেন।