শুক্রবার, ০১ অগাস্ট ২০২৫, ০৫:২৭ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদক: কাঁঠালবাড়ী-শিমুলিয়া নৌপথে লঞ্চ ও স্পিডবোটে ঢাকামুখী যাত্রীদের ভিড় রয়েছে। দীর্ঘ দুই মাসের বেশি সময় লঞ্চ ও স্পিডবোট বন্ধ থাকার পরে পুনরায় চলাচল শুরু হওয়ায় ফেরিতে যাত্রীদের ভিড় কমেছে। তবে লঞ্চ ও স্পিডবোটে যাত্রী নিয়ন্ত্রনে ম্যাজিস্ট্রেট, পুলিশ, বিআইডব্লিউটিএ কাজ করছে। নো মাস্ক, নো জার্নি নীতি অনুসরণ করছে তারা।
দেখা গেছে, ব্যরিকেড দিয়ে ধারণক্ষমতা অনুসরণ করে যাত্রী উঠানো হচ্ছে। লঞ্চে উঠার আগে দেওয়া হচ্ছে হ্যান্ড স্যানিটাইজার। এদিকে বৈরি আবহাওয়ার কারণে বৃহস্পতিবার প্রায় আধ ঘণ্টা এ রুটে লঞ্চ চলাচল বন্ধ রাখা হয়। বিঘ্নিত হচ্ছে স্পীডবোট চলাচল।
বিআইডব্লিউটিএ কাঁঠালবাড়ি ঘাট সূত্র জানায়, করোনাভাইরাসের সংক্রমণ রোধে গত মার্চ মাসের ২৪ তারিখ দুপুর থেকে কাঁঠালবাড়ি-শিমুলিয়া নৌপথে ৮৭টি লঞ্চ ও আড়াই শতাধিক স্পিডবোট চলাচল বন্ধ রাখা হয়। ফেরি চালু থাকায় সাধারণ যাত্রীরা ফেরিতে গাদাগাদি করে পদ্মা পাড়ি দিত। কাঁঠালবাড়িতে যাত্রীদের চাপ কিছুটা কম। তবে ব্যক্তিগত যানবাহনের জটলা নেই। প্রশাসন থেকেও বার বার লঞ্চ ও স্পিডবোট মালিককের হ্যান্ড স্যানিটাইজার ও নিরাপত্তা সামগ্রী রাখার আহ্বান জানাচ্ছে। লঞ্চের মধ্যে সামাজিক দূরত্ব বজায় কঠিন হয়ে পড়ছে।
কাঠালবাড়ি লঞ্চ ঘাটের বিআইডব্লিউটিএর ইন্সপেক্টর আক্তার হোসেন বলেন, লঞ্চে গুনে গুনে যাত্রী দেওয়া হচ্ছে। সিট আলাদা না হওয়ায় শারীরিক দূরত্ব মানানো কঠিন। তবে আমরা আপ্রাণ চেষ্টা করছি।