শুক্রবার, ০৩ অক্টোবর ২০২৫, ০৪:৩৬ অপরাহ্ন

১৫ আগস্টের নৃশংশ হত্যাযঞ্জের প্রত্যাদর্শী বেগম সাহান আরা আব্দুল্লাহ’র ইন্তেকাল

ভিশন বাংলা ২৪ ডেস্ক :
  • আপডেট টাইম : সোমবার, ৮ জুন, ২০২০
  • ২৮৫

মোঃ জহিরুল ইসলাম সবুজ. আগৈলঝাড়া:
বরিশাল জেলা আওয়ামী লীগের জেষ্ঠ্য সহ-সভাপতি ও কেন্দ্রীয় মহিলা আওয়ামী লীগের সদস্য বেগম সাহান আরা আব্দুল্লাহ আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি অশান্ত পার্বত্য অঞ্চলে শান্তি চুক্তির রূপকার, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাগিনা, বর্তমানে প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার ফুফাতো ভাই। বরিশাল-১ আসনের (গৌরনদী-আগৈলঝাড়া উপজেলা) নির্বাচিত সংসদ সদস্য, সাবেক সফল চীফ হুইপ, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি, ৭১-এর মুজিব বাহিনীর বরিশাল বিভাগীয় প্রধান আলহাজ্ব আবুল হাসানাত আব্দুল্লাহ্’র স্ত্রী ও বরিশাল সিটি কর্পোরেশনের মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ ও এফবিসিসিআই এর পরিচালক সেরনিয়াবাত মঈনউদ্দীন আব্দুল্লাহ্ এবং বরিশাল জেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী সদস্য সেরনিয়াবাত আশিক আব্দুল্লাহ’র রত্নগর্ভা মাতা। বাংলাদেশ মহিলা আওয়ামীলীগ কেন্দ্রীয় কমিটির উপদেষ্ঠা মন্ডলীর সদস্য, বীর মুক্তিযোদ্ধা, বিশিষ্ট রাজনীতিবিদ, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও সমাজসেবক এবং ১৯৭৫ সালের ১৫ আগস্ট কালরাতে সন্তান হারানো প্রত্যদর্শী বেগম সাহান আরা আব্দুল্লাহ গত শুক্রবার ঢাকার কলাবাগানের নিজ বাসায় হৃদরোগে আক্রান্ত হন। তাৎণিকভাবে সাহান আরা আব্দুল্লাহকে রাজধানীর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে ভর্তি করানো হয়। চিকিৎসাধীন অবস্থায় রবিবার রাত সাড়ে ১১টার দিকে তিনি মৃত্যুবরণ করেন। বেগম সাহান আরা আব্দুল্লাহ’র বয়স হয়েছিল ৭২ বছর। তিনি স্বামী, তিন ছেলে ও এক মেয়েসহ বহু গুণগ্রাহী রেখে গেছেন। ৮জুন সকালে বরিশাল মুসলিম গোরস্থান মাদ্রাসা প্রাঙ্গনে গার্ড অব অনার এবং জানাজা শেষে মুসলিম গোরস্থানে দাফন সম্পন্ন করা হয়েছে।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Theme Developed BY ThemesBazar.Com