বুধবার, ২৭ নভেম্বর ২০২৪, ০৭:৫৩ পূর্বাহ্ন
ভিশন বাংলা ডেস্ক: ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে ইয়াসমিন আক্তার (২১) নামে এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (২২ জুন) দুপুরে মরদেহ ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
নিহত গৃহবধূ উপজেলার রাজিবপুর ইউনিয়নের ভবানীপুর গ্রামের নুরুল ইসলামের মেয়ে।
এর আগে রোববার রাতে শশুড়বাড়ি থেকে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করে পুলিশ। নিহতের পরিবারের অভিযোগ মেয়েকে হত্যা করে ঝুলিয়ে রাখা হয়েছে।
জানা গেছে, দুই বছর আগে ইয়াসমিন আক্তারের বিয়ে হয় মগটুলা ইউনিয়নের বানাশ্রম গ্রামের রুস্তম আলীর ছেলে হেলাল উদ্দিনের (২৫) সাথে। বিয়ের পরপরই টাকার জন্য ইয়াসমিনকে নির্যাতন করতো হেলাল। এই অবস্থায় মাস খানেক ধরে বাবার বাড়িতে অবস্থান করছিলো ইয়াসমিন। গত শনিবার রাতে বাবার বাড়ি থেকে শশুড় বাড়িতে আসে ইয়াসমিন। পরে রোববার রাতে ঘরে ঝুলন্ত মরদেহ পাওয়া যায় ইয়াসমিনের। খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করে।
ঈশ্বরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মোখলেছুর রহমান আকন্দ বলেন, মৃত্যুর সঠিক কারণ সম্পর্কে নিশ্চিত হতে মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হচ্ছে। এ বিষয়ে থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।