সোমবার, ২৫ নভেম্বর ২০২৪, ০৪:৩৩ অপরাহ্ন
আগৈলঝাড়া প্রতিনিধিঃ
বরিশালের আগৈলঝাড়ার সন্তান খুলনার দিঘলিয়া উপজেলা প্রশাসনিক কর্মকর্তা গোলাম সারোয়ার খান (৫৮) করোনাভাইরাসে আক্রান্ত হয়ে সোমবার সকাল ৬টায় খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মারা গেছেন। করোনাভাইরাসে বিষয়টি নিশ্চিত করেছেন খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালের আবাসিক মেডিক্যাল অফিসার ও ফু-কর্নারের মুখপাত্র ডাক্তার ফরিদ উদ্দিন আহমেদ। করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যু ব্যাক্তির দাফন করে বারপাইকা আল-মদিনা যুবসমাজ।
মৃত্যু গোলাম সারোয়ার ভাগ্নে বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবি কে.এম রেজাউল ফিরোজ রিন্টুর জানান, আমার বড় মামা বরিশাল জেলার আগৈলঝাড়া উপজেলার আমবৌলা গ্রামের মৃত্যু মৈজউদ্দিন খানের ছেলে ও খুলনার দিঘলিয়া উপজেলা প্রশাসনিক কর্মকর্তা গোলাম সারোয়ার খান সোমবার সকাল ৬টায় খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের ফু কর্নারে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যায়ন।
মৃত্যু গোলাম সারোয়ার খানের ছেলে কেএম সাদিক হাসান সানি জানান, গত ৪ জুলাই তার বাবা গোলাম সারোয়ার খানের করোনার রিপোর্টে পজিটিভ আসে। সোমবার সকাল ৬টায় খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মারা যায়।
করোনা ভাইরাস মহামারী রূপনিয়েছে মারা যাচ্ছে মানুষ। মানুষ হয়ে মৃত্যু মানুষের কাছে যাচ্ছেনা, ঠিক তখনি বারপাইকা আল-মদিনা যুবসমাজ নামের একটি সামাজিক সংগঠন মোঃ নাসির উদ্দিন শাহ এর নেতৃতে করোনায় আক্রান্ত হয়ে কোন ব্যাক্তি মারাগেলে বিনাস্বার্থে মানবিকতাবোধে মুসলিমদের দাফন করছে। তারই ধারাবাহিকতায় ৬ জুলাই সোমবার জোহরবাদ মরহুমের জানাজার নামাজ শেষে বরিশাল জেলার আগৈলঝাড়া উপজেলার আমবৌলা গ্রামের পারিবারিক কবরস্থানে দাফন সম্পান্ন করেছে বারপাইকা আল-মদিনা যুবসমাজ।
এসময় বারপাইকা আল-মদিনা যুবসমাজের ৭ জনের একটা টিমে কাজ করে তারা হলো, মোঃ নাসির উদ্দিন শাহ, মোঃ শামীম শাহ, মোঃ বসির শাহ, মোঃ আমিন শাহ, মোঃ আসাদুল শাহ, মোঃ কালাম শাহ ও মোঃ কায়ুম শাহ। এ,সময় আরও উপস্থিত ছিলেন বাগধা ইউনিয়নের চেয়ারম্যান আমিনুল ইসলাম বাবুল ভাট্টি সহ স্থানীয় গন্যমান্য ব্যাক্তিবর্গ।
বারপাইকা আল-মদিনা যুবসমাজের দাফনের কাজে সার্বিক সহায়তা করেছে আলোর পথের যাত্রী সংগঠনের বি এম এ রফিক। এ প্রর্যন্ত বারপাইকা আল-মদিনা যুবসমাজের উদোগে আগৈলঝাড়া উপজেলায় ৫ জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যু ব্যক্তির জানাজা ও দাফন সম্পন্ন করেছে।