শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ০৪:৫২ অপরাহ্ন
ডেস্ক নিউজ: বিশ্বে এখন এক আতঙ্কের নাম করোনাভাইরাস। মাত্র কয়েক মাসের ব্যবধানে পুরো দুনিয়ার হিসাব–নিকাশ ওলট-পালট করে দিয়েছে প্রাণঘাতী এ ভাইরাস। করোনার ভয়াল থাবায় বিশ্বে এখন পর্যন্ত আক্রান্তের সংখ্যা ১ কোটি ১৬ লাখ ২০ হাজার ৯৬ জন। এই ভাইরাসে মৃত্যু হয়েছে ৫ লাখ ৩৮ হাজার ৫৮ জন মানুষের। তবে আশার কথা হচ্ছে, এরইমধ্যে চিকিৎসা নিয়ে করোনা থেকে সুস্থ হয়ে উঠেছেন ৬৩ লাখ ২ হাজার ৬২৬ জন।
যুক্তরাষ্ট্রের জনস হপকিন্স বিশ্ববিদ্যালয়ের দেয়া অনুযায়ী, করোনা সংক্রমণ থেকে সুস্থ হওয়া দেশগুলোর মধ্যে উল্লেখযোগ্য হলো- চীনে ৭৯ হাজার ৭২৫ জন, জার্মানিতে ১ লাখ ৮২ হাজার ৯৯৫ জন, যুক্তরাষ্ট্রে ৯ লাখ ২৪ হাজার ১৪৮ জন, ব্রাজিলে ১০ লাখ ৬২ হাজার ৫৪২ জন, ইরানে ২ লাখ ৪ হাজার ৮৩ জন, ইতালিতে ১ লাখ ৯২ হাজার ২৪২১ জন, তুর্কিতে ১ লাখ ৮২ হাজার ৯৯৫ জন, রাশিয়ায় ৮ লাখ ৫৩ হাজার ৫৭০ জন, চিলিতে ২ লাখ ৬৪ হাজার ৩৭৪ জন, মেক্সিকোতে ২ লাখ ৪ হাজার ৮২৬ জন, ফ্রান্সে ৭৬ হাজার ১৪৯ জন, ভারতে ৪ লাখ ৩৯ হাজার ৯৩৪ জন, বাংলাদেশে ৭৬ হাজার ১৪৯ জন।
এদিকে, আক্রান্তের ও মৃত্যুর দিক থেকে ইতালি, স্পেন, চীনকে পেছনে ফেলে বর্তমানে শীর্ষে রয়েছে যুক্তরাষ্ট্র। দেশটিতে এখন পর্যন্ত ২৯ লাখ ৩৬ হাজার ৭৭ জন মানুষ করোনায় আক্রান্ত হয়েছেন। তবে করোনায় যুক্তরাষ্ট্রে প্রাণ হারিয়েছেন ১ লাখ ৩০ হাজার ২৮৫ জন।
আক্রান্তের দিক থেকে বর্তমানে দ্বিতীয় অবস্থানে আছে লাতিন আমেরিকার দেশ ব্রাজিল। দেশটিতে এখন পর্যন্ত করোনা আক্রান্ত ১৬ লাখ ২৩ হাজার ২৮৪ জন এবং মৃত্যু হয়েছে ৬৫ হাজার ৪৮৭ জনের। দেশটিতে দ্রুত বাড়ছে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা।
তৃতীয়তে আছে ভারত। দেশটিতে করোনা সংক্রমণে মোট আক্রান্ত হয়েছেন ৭ লাখ ১৯ হাজার ৬৬৪ জন এবং মৃত্যু হয়েছে ২০ হাজার ১৫৯ জনের।
এদিকে কিছুদিন আগেও আক্রান্তের দিক থেকে সবার শীর্ষে থাকা দেশ চীনে করোনাভাইরাস সংক্রমণে আক্রান্তের সংখ্যা কমেছে। গত কয়েকদিন ধরে দেশটিতে নতুন করে কোনো মৃত্যুর খবর পাওয়া যায়নি। চীনে মোট করোনা আক্রান্তের সংখ্যা ৮৪ হাজার ৮৮৯ জন, মৃত্যু হয়েছে ৪ হাজার ৬৪১ জনের।
জাতীয় রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটের (আইইডিসিআর) সর্বশেষ তথ্য অনুযায়ী, বাংলাদেশে ১ লাখ ৬৫ হাজার ৬১৮ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে।
উল্লেখ্য, নতুন এই ভাইরাস মূলত ফুসফুসে বড় ধরনের সংক্রমণ ঘটায়। জ্বর, কাশি, শ্বাস প্রশ্বাসের সমস্যাই মূলত প্রধান লক্ষ্মণ। ভাইরাসটির জেনেটিক কোড বিশ্লেষণ করে দেখা গেছে এটি অনেকটাই সার্স ভাইরাসের মতো। এই ভাইরাস নিয়ে বিশ্ব রাজনীতিতে চলছে নানা তর্ক-বিতর্ক।