রবিবার, ১০ নভেম্বর ২০২৪, ১২:৫৭ পূর্বাহ্ন
মার্কিন যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় এক স্কুলের শিক্ষার্থী এলোপাতাড়ি গুলি করে ১৭ জনকে হত্যা করে। সেই শিক্ষার্থীকে মানসিকভাবে অসুস্থ বলেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। পাশাপাশি মানসিক অসুস্থতা নিরসনে স্কুলগুলোর উদ্যোগ নেওয়ার গুরুত্ব জানিয়েছেন ট্রাম্প।
অভিযোগ রয়েছে, মার্কিন যুক্তরাষ্ট্রে কোনো হামলার ঘটনা ঘটলে সেই ব্যক্তি যদি মুসলিম হন তাহলে মার্কিন প্রেসিডেন্ট তাকে ‘সন্ত্রাসী হামলা’ বলে নিন্দা জানান। অন্যদিকে হামলাকারী অমুসলিম হলে হামলাকারীকে ‘মানসিকভাবে অসুস্থ’ বলেন, যা এবারও মিলে গেল।
এবার ট্রাম্প বলেন, হামলাকারী আসলে মানসিকভাবে অসুস্থ ছিলো। এমনকি তার খারাপ আচরণের জন্য স্কুল থেকে বহিস্কৃত হয়েছিলো। প্রতিবেশি ও সহপাঠিরাও জানতো সে একটা সমস্যা।
সূত্র : রয়টার্স