রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ০২:২৯ পূর্বাহ্ন
ডেস্ক রিপোর্ট: বাংলাদেশের প্রায় ৮০ শতাংশ মানুষ গ্রামে বাস করে, যাদের জীবন-জীবিকা, খাদ্য নিরাপত্তা জলবায়ু পরিবর্তনজনিত প্রাকৃতিক দুর্যোগের শিকার ও হুমকির মুখে। তাই করোনা দুর্যোগ পরবর্তী খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে বাংলাদেশকে ১ হাজার ৭১৭ কোটি টাকা ঋণ সহায়তা দিচ্ছে বিশ্বব্যাংক।
রবিবার (২ আগস্ট) বিশ্বব্যাংকের ঢাকা অফিস থেকে এ তথ্য জানানো হয়।
বলা হয়, গত ৩১ জুলাই বিশ্বব্যাংকের নির্বাহী পরিচালকদের বোর্ড এই ঋণ অনুমোদন করেছে। ঢাকা অফিস জানিয়েছে, মডার্ন ফুড স্টোরেজ ফ্যাসিলিটিস প্রজেক্টের আওতায় এই ঋণ দিচ্ছে বিশ্বব্যাংক। পাঁচ বছর পর থেকে এই ঋণ পরবর্তী ৩০ বছরে পরিশোধ করতে হবে বাংলাদেশকে।
জানা গেছে, ৪৫ লাখ পরিবারের জন্য পাঁচ লাখ ৩৫ হাজার ৫০০ টন খাদ্যশস্য মজুদ করতে বাংলাদেশ সরকারকে দেওয়া এক হাজার ৭১৭ কোটি (২০২ মিলিয়ন মার্কিন ডলার) টাকার এই ঋণ ব্যবহার করা হবে।