বুধবার, ২৭ নভেম্বর ২০২৪, ০১:৩১ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদক: লক্ষ্মীপুরের রায়পুরে বিয়ের তিনদিন পরে তানজিলা আক্তার বেবি (২০) নামে এক গৃহবধূ আত্মহত্যা করেছেন। স্থানীয়দের ধারণা, এক সন্তানের জনকের সঙ্গে বিয়ে হওয়ায় অভিমান থেকে গৃহবধূ আত্মহত্যা করেন। আজ মঙ্গলবার দুপুরে উপজেলার উত্তর চরবংশী ইউনিয়নের খাসেরহাট এলাকার নাইয়াপাড়ায় বাবার বাড়িতে তার মরদেহ উদ্ধার করা হয়।
হাজীমারা পুলিশ ফাঁড়ির পরিদর্শক (তদন্ত) আবুল কালাম আজাদ জানান, পরিবার থেকে বলা হয়েছে ফাঁসি দিয়ে ওই কিশোরী আত্মহত্যা করেছে। কিন্তু পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ মাটিতে শোয়ানো অবস্থায় দেখতে পায়। মরদেহ উদ্ধার করে সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। থানায় অপমৃত্যুর মামলা হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
নিহত তানজিলা খাসেরহাট এলাকার মৎস্যজীবি আবদুস সালামের মেয়ে। প্রায় ৩ বছর আগে তাদের পরিবার ঢাকার কামরাঙ্গিরচর থেকে এসে খাসেরহাট এলাকায় বসবাস শুরু করেন। বাবা ছাড়াও তার পরিবারের সতমাসহ আরও ৩ ভাই ও ৬ বোন রয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানায় যায়, গত শনিবার (৮ আগস্ট) খাসেরহাট বাজারের পাশে দিঘীরপাড় এলাকার মৃত রহমত আলীর ছেলে সালাহ উদ্দিনের সঙ্গে তানজিলার বিয়ে হয়। সালাহ উদ্দিন এক সন্তানের জনক। সোমবার বিকেলে তানজিলা সঙ্গে ঝগড়া লেগে সালাহ উদ্দিন ঢাকা চলে যায়। মঙ্গলবার সকালে স্বামীর বাড়ি থেকে রাগ করে তানজিলা বাবার বাড়ি চলে আসে। পরে সতমায়ের ঘরের দরজা বন্ধ করে আড়ার সঙ্গে গলায় ফাঁস লাগিয়ে তানজিলা আত্মহত্যা করেন।
এদিকে তার বাবা সালাম দুইদিন আগে মেঘনা নদীতে মাছ ধরতে গিয়ে এখনো বাড়ি ফেরেননি। হয়তো মেয়ের মৃত্যুর খবরও শোনেননি তিনি।