বুধবার, ২৭ নভেম্বর ২০২৪, ১১:৫০ পূর্বাহ্ন
নিজস্ব প্রতিবেদক: রাজবাড়ী জেলা শহরের বড়লক্ষিপুর গ্রামে নতুন স্বামীকে নিয়ে সাবেক স্বামীর বাড়িতে হামলার অভিযোগ পাওয়া গেছে। এসময় ভাঙচুর ও লুটপাটের অভিযোগ করেছে ভূক্তভোগী পরিবার। মঙ্গলবার দুপুরে অভিযোগটি রাজবাড়ী সদর থানায় দাখিল করেছেন ক্ষতিগ্রস্ত বাড়ির মালিক ও মৃত সাত্তার সরদারের স্ত্রী রহিমা বেগম (৬৫)।
অভিযোগে রহিমা বেগম জানান, তার ছেলে নবিন সরদারের সাথে ২০০৮ সালে সদর উপজেলার মিজানপুর ইউনিয়নের চরনারায়নপুর স্লুইজগেট এলাকার জলিল খার মেয়ে পলি আক্তারের বিয়ে হয়। বর্তমানে তাদের সংসারে সাব্বির সরদার (৯) নামে একজন ছেলে সন্তান রয়েছে। ৬ মাস আগে পলি আক্তার নবিন সরদারের বাড়ি থেকে বের হয়ে জনৈক আসাদ সরদারকে বিয়ে করে। সেই বাড়িতেই পলি বসবাস করছেন। আর ওই ঘটনার পর থেকে তার ছেলে নবিন সরদার নিরুদ্দেশ। যে কারণে তিনি থানায় একটি সাধারণ ডায়েরিও করেছিলেন। এরই মাঝে গতকাল সোমবার সন্ধ্যার দিকে পলি আক্তার, তার নতুন স্বামী আসাদ সরদারসহ ৫ জনকে নিয়ে তাদের বাড়িতে হামলা চালায়। হামলাকারিরা একটি টিনের ঘর ও বেড়া ভেঙে নিয়ে যাওয়ার পাশাপাশি ঘরে রক্ষিত ফ্রিজ, ফ্যানসহ অন্যান্য ইলেক্ট্রনিক সামগ্রী লুটপাট করে নিয়ে যায়।
রাজবাড়ী থানার ওসি স্বপন কুমার মজুমদার জানান, অভিযোগটি তারা পেয়েছেন এবং একজন তদন্তকারী কর্মকর্তাও নিযুক্ত করেছেন।