বুধবার, ০৫ নভেম্বর ২০২৫, ০২:০৮ পূর্বাহ্ন

বাংলাদেশকে ভ্যাকসিন দিতে চায় রাশিয়া: স্বাস্থ্যমন্ত্রী

ভিশন বাংলা ২৪ ডেস্ক :
  • আপডেট টাইম : সোমবার, ৩১ আগস্ট, ২০২০
  • ৩৪৭

নিজস্ব প্রতিবেদক: রাশিয়া জি টু জি ( সরকার থেকে সরকার ) পদ্ধতিতে বাংলাদেশে টিকা দিতে আগ্রহী বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। আজ  সোমবার (৩১ আগস্ট)  সচিবালয়ে সাংবাদিকদের তিনি এ কথা জানান।

মন্ত্রী বলেন, বাংলাদেশ এখানেই টিকা উৎপাদনে সক্ষম কি না, তা জানতে চেয়েছে রাশিয়া সরকার। এতে তারা অনুমতি দেবে বলে জানিয়েছে।

এ ছাড়া কোভিড পরীক্ষার জন্য দুইটি পিসিআর মেশিনসহ অ্যান্টিজেন টেস্টে বাংলাদেশকে কিট দেবে দক্ষিণ কোরিয়া।

জাহিদ মালেক বলেন, ‘অক্সফোর্ডের গবেষকদের টিকা বাংলাদেশে পাওয়ার প্রতিশ্রুতি পেয়েছি। ভারতের সেরাম ইনস্টিটিউটের সঙ্গে বাংলাদেশের বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস লিমিটেডের চুক্তি হয়েছে। সরকারিভাবেও আনার চেষ্টা করা হচ্ছে।’

স্বাস্থ্যমন্ত্রী বলেন, চীন ছাড়া এখন পর্যন্ত অন্য কোনো দেশ বা প্রতিষ্ঠান বাংলাদেশে টিকার ট্রায়ালের আবেদন করেনি।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Theme Developed BY ThemesBazar.Com