শনিবার, ০৪ অক্টোবর ২০২৫, ০৬:০১ পূর্বাহ্ন

প্রয়োজনের বেশি রাস্তা তৈরি করা যাবে না : প্রধানমন্ত্রী

ভিশন বাংলা ২৪ ডেস্ক :
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২০
  • ২৬২

নিজস্ব প্রতিবেদক: সড়ক তৈরির ক্ষেত্রে প্রয়োজনীয়তার ওপর গুরুত্ব দেওয়ার নির্দেশনা দিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘বাড়ির পাশ দিয়ে রাস্তা নিতে প্রয়োজনের বেশি রাস্তা তৈরি করা যাবে না।  এই ধরনের রাস্তা তৈরির মানসিকতা ত‌্যাগ করতে হবে।’ আজ মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) জাতীয়  অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় গণভবন থেকে সভায় প্রধানমন্ত্রী এই নির্দেশনা দেন।

সভা শেষে প্রকল্পের সার্বিক বিষয়ে সাংবাদিকদের সামনে তুলে ধরেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান।   তিনি বলেন, ‘কৃষিজমি রক্ষায় নতুন রাস্তার চেয়ে বিদ্যমান রাস্তা সংস্কারে জোর দিতে বলেছেন প্রধানমন্ত্রী। সড়ক তৈরিতে কম জমি অধিগ্রহণের দিকে নজর দিতে বলেছেন তিনি। ’ পরিকল্পনা মন্ত্রী বলেন, ‘প্রধানমন্ত্রী বলেছেন ইলিশের উৎপাদন বাড়ানোর সঙ্গে সঙ্গে খাঁচায় অন্যান্য মাছচাষের জন্য প্রশিক্ষণের তাগিদ দিয়েছেন প্রধানমন্ত্রী।’ ৪০টি উপজেলায় ৪০টি কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র ও চট্টগ্রামে একটি ইনস্টিটিউট অব মেরিন টেকনোলজি স্থাপন’ প্রকল্প একনেক সভায় অনুমোদন দেওয়া হয়। এম এ মান্নান বলেন, ‘সরকারের প্রতিশ্রুতি রয়েছে, প্রত্যেক উপজেলায় টেকনিক্যাল স্কুল করা।  সেজন্য ৪০টি উপজেলায় কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র স্থাপনের প্রকল্পটি অনুমোদন দেওয়া হয়েছে।’ যারা বিদেশ থেকে ফেরত আসছেন, তাদেরও প্রশিক্ষণ ও প্রণোদনা দেওয়া হবে বলেও তিনি জানান।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Theme Developed BY ThemesBazar.Com