বুধবার, ১৬ Jul ২০২৫, ০২:৫৭ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
১৬ জুলাই রাষ্ট্রীয় শোক ঘোষণা লালমনিরহাটে মাদক সেবনকারী ও পাচারকারী চক্রের ছোবলে তরুন ও যুব সমাজ লালমনিরহাটে বাড়ছে শিশু শ্রমিকের সংখ্যা; ঝরে পড়ছে শিক্ষার্থীরা এইচ টু বিল্ডার্সের বিরুদ্ধে অর্থ আত্মসাৎ, চুক্তিভঙ্গ এবং প্রাণনাশের হুমকির অভিযোগে থানায় জিডি: রাজউকের দৃষ্টি আকর্ষণ বীর মুক্তিযোদ্ধা খ.ম. আমীর আলীর বিরুদ্ধে মিথ্যা অভিযোগ: মুক্তিযোদ্ধা ও জনসাধারণের প্রতিবাদে উত্তাল জনমত ট্রান্সফরমার নষ্ট হওয়ার ঘটনায় বিতর্কিত ক্ষতিপূরণ বিল: নীলফামারীতে বিদ্যুৎ সংযোগ বন্ধ রেখে জোরপূর্বক আদায়ের অভিযোগ নেত্রকোনায় স্ত্রীকে হত্যার পর রশিতে ঝুলে স্বামীর আত্মহত্যা কুমিল্লা ইপিজেড মেডিকেল সেন্টারে চুক্তিভিত্তিক কর্মকর্তা-কর্মচারীদের দিয়ে চলছে অফিসের কার্যক্রম আদালতের নির্দেশ উপেক্ষা: ৯ শিক্ষার্থীর ভবিষ্যৎ অন্ধকারে” ব্যবসায়িক দ্বন্দ্বে মিটফোর্ডে সোহাগ হত্যা: ডিএমপি
মোংলায় পুলিশের হাতে ৫ তেল পাচারকারী আটক

মোংলায় পুলিশের হাতে ৫ তেল পাচারকারী আটক

মোংলা প্রতিনিধি: মোংলা সমুদ্র বন্দরের পশুর চ্যানেল থেকে আবারো তেল পাচারকারী চক্রের ৫ সক্রিয় সদস্যকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার গভীর রাতে চ্যানেলের বাজুয়া ঘাট সংলগ্ন এলাকায় নৌকা বোঝাই করে নিয়ে যাওয়ার সময় হাতেনাতে তাদের আটক করা হয়। এনিয়ে গত দুই মাসে ৫ দফায় ১৫ হাজার ৪৬০ লিটার জ্বালানী তেল (ডিজেল) উদ্ধারসহ এর সাথে সংশ্লিষ্ট ১২ চোরাকারবারীকে আটক করতে সক্ষম হয় আইনশৃংঙ্খরা বাহিনীর সদস্যরা।
পুলিশ জানায়, মোংলা বন্দর কেন্দ্রিক গড়ে ওঠা দেশী-বিদেশী তেল পাচারকারী চক্র দিন দিন বেপরোয়া হয়ে উঠছে। প্রশাসনের চোখ ফাকী দিয়ে তারা রাতের অন্ধকারে প্রতিনিয়ত জাহাজ ও বোটকার্গো থেকে তেল পাচার করছে। চোরাচালান বা চোরাকারবারীদের দমন করতে পুলিশ, কোষ্টগাডর্, নৌ-বাহিনীসহ আাইনশৃংঙ্খলা বাহিনীর সদেস্যরা তৎপর রয়েছে। তার পরেও মোংলা বন্দরে চোরাকারবারীদের সাথে রয়েছে একটি প্রভাবশালী গ্রুপ। তারা মুলত এ তেল পাচারের সাথে ওৎপ্রতভাবে জড়িত রয়েছে। ইতি পুর্বে এদের হাত থেকে বেশ কয়েকটি চালানও আটক করে আইনশৃংঙাখলা বাহিনী। এ যাবত আটক করা হয়েছে পাচার সিন্ডিকেট চক্রের ১২ সদস্যকে। মঙ্গলবার সন্ধ্যারাতে ১৫৫০ লিটার ডিজেলসহ ৩জনকে আটক করেছিল কোষ্টগার্ড।
মঙ্গলবার রাতে গোপন সংবাদ পেয়ে পশুর নদীর বাজুয়া ঘাট সংলগ্ন এলাকায় অভিযান চালায় পুলিশের একটি দল। এসময় পুলিশ দেখে তেল বোঝাই নৌকা নিয়ে পালানোর চেষ্টা করে তারা। মোংলা থানার সেকেন্ড অফিসার জাহাঙ্গির আলম’র নেতৃত্বে একদল পুলিশ সদস্য ধাওয়া করে ৬টি ড্রাম ভর্তি ডিজেল উদ্ধার করে এবং ৫জন চোরাকারবারীকে আটক করতে সক্ষম হয়। এরা হচ্ছে, মৃত নরেন দাশের ছেলে ফরিদ (৪৫), নিতাই মন্ডলের ছেলে গনেশ মন্ডল (২২), বিশ্বনাথ দাশে’র ছেলে অনিমেষ দাশ (৩২), দুখি দাশ’র ছেলে গৌতম দাশ (২২) ও মৃত নরেন দাশ’র ছেলে বাবু দাশ (২৮), এদের সকলের বাড়ী খুলনা জেলার দাকোপ উপজেলার বাজুয়া ইউনিয়নের আমতলী কাটাকালী গ্রামের বিভিন্ন এলাকায় বলে জানা গেছে।
বুধবার দুপুরে আটক চোরাকারবারীদের আদালতে পাঠানো হয়েছে। আদালতের নির্দেশনায় তাদের জেল হাজতে পাঠানো হবে বলে মোংলা থানার অফিসার ইনচার্জ মোঃ ইকবাল বাহার চৌধুরী।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com