সোমবার, ১৪ অক্টোবর ২০২৪, ০৯:২৪ অপরাহ্ন
ময়মনসিংহ জেলার নান্দাইল উপজেলার মাতৃছায়া বিদ্যা নিকেতনে মহান আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ক্রীড়া প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান এর আয়োজন করা হয়। বিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহনে বিভিন্ন খেলাধুলা এবং সাংস্কৃতিক কর্মকাণ্ড পরিবেশন করা হয়।
গতকাল ২১ ফেব্রুয়ারি মহান আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৪ নং চন্ডীপাশা ইউনিয়ন পরিষদের ১ নং ওয়ার্ডের মেম্বার মোঃ আব্দুল কাদির। বিশেষ অতিথি হিসেবে ছিলেন মাসিক কিশোর দিগন্তের ব্যবস্থাপনা সম্পাদক মাশরাফি খান সাকিন, সম্পাদনা সহকারীআমিনুল ইসলাম তুষার, চীফ ফটোগ্রাফার ও কমিউনিকেশন অফিসার জনাব আমিনুল ইসলাম শারফিন, পল্লী সঞ্চয় ব্যাংক এর ফিল্ড অফিসার মোঃ আলমগির, বিশিষ্ট সমাজ সেবক আবুল কালাম আজাদ।
অনুষ্ঠান এর কো অর্ডিনেটর হিসেবে ছিলেন মাতৃছায়া বিদ্যা নিকেতনের প্রশাসনিক পরিচালক ও মাসিক কিশোর দিগন্তের সম্পাদক মোঃ তোফাজ্জল হোসেন। সাব কো অর্ডিনেটর ছিলেন সহকারী শিক্ষকআনোয়ার হোসেন এবং শিপন মিয়া। ইভেন্ট পরিচালনায় ছিলেন সহকারী শিক্ষিকা হাফিজা আক্তার এবং কামরুন্নাহার। সভাপতিত্ব করেন মাতৃছায়া বিদ্যা নিকেতন এর প্রধান শিক্ষক মোঃ আব্দুল মালেক আযাদী।