সোমবার, ২৫ নভেম্বর ২০২৪, ০৯:৪৭ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
হরিপুরে গ্রামবাংলার ঝোপঝাড় হতে বিলুপ্তির পথে কুচফল ওয়াজের মাঠ কাপানো আর নারীদের খাট কাপানো হুজুর মুফতি মুহাম্মদ শফিকুজ্জামান দলীয় শৃঙ্খলা ভঙ্গ করায় ৮০০ নেতার বিরুদ্ধে বিভিন্ন শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে: রিজভী নির্বাচন কবে, সেই ঘোষণা হবে প্রধান উপদেষ্টার পক্ষ থেকেই : প্রেস উইং মোহাম্মদপুরে সন্ত্রাসী রহিম ও তার ছেলের অত্যাচার নির্যাতনে অসহায় এলাকাবাসী উত্তরা ব্যাংকের এমডি রবিউল হোসেনের দৃষ্টান্তমূলক শাস্তি ও অপসারনের দাবিতে রাজপথে বিল্পবী ছাত্র জনতা ইসরায়েলি বর্বর হামলায় গাজায় নিহতের সংখ্যা ছাড়াল ৪৪ হাজার সেনাকুঞ্জে খালেদা জিয়াকে দেখে কেঁদে ফেললেন মির্জা ফখরুল সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে ওসমানী জাতীয় স্মৃতি পরিষদ-এর বিশেষ বাণী জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিলের সদস্য হলেন বীর মুক্তিযোদ্ধা খ. ম. আমীর আলী
খলিশাউড় ইউনিয়নকে সুন্দর ও আধুনিক ভাবে গড়ে তুলতে দৃঢ় প্রতিজ্ঞ চেয়ারম্যান পদে প্রত্যাশী ইয়াকুব আলী

খলিশাউড় ইউনিয়নকে সুন্দর ও আধুনিক ভাবে গড়ে তুলতে দৃঢ় প্রতিজ্ঞ চেয়ারম্যান পদে প্রত্যাশী ইয়াকুব আলী

দিলীপ কুমার দাস (বিভাগীয় সংবাদদাতা):
সম্প্রতি বাংলাদেশের অধিকাংশ ইউনিয়নগুলোতে চেয়ারম্যানগণের ৫ বছর অতিবাহিত হতে না হতেই এবং তফসিল ঘোষনার পূর্বেই বিভিন্ন ইউনিয়ন পর্যায়ে বইছে নির্বাচনী হাওয়া। পূর্বধলা উপজেলার ৯ নং খলিশাউড় ইউনিয়ন এমনই একটি জায়গা। জানা যায়, আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে ৩৯ হাজার লোকসংখ্যার ইউনিয়ন খলিশাউড়ের চেয়ারম্যান প্রার্থীরা দলীয় মনোনয়ন পাওয়ার জন্য তাদের সমর্থিত বিশাল কর্মী বাহিনী নিয়ে হাট-বাজার, গ্রাম-গঞ্জ সরব করে তুলেছেন। খলিশাউড় ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান তরুণ সমাজসেবক ইয়াকুব আলী আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনের লক্ষে বাড়ি বাড়ি গিয়ে ভোটারদের সাথে গণসংযোগ, সভা মিটিং ও সুশীল সমাজের সাথে মত বিনিময় চালিয়ে যাচ্ছেন। আওয়ামীলীগের মনোনয়ন প্রত্যাশী হিসেবে যতেষ্ট সুনাম ও নাম ডাক শোনা যায় বর্তমান চেয়ারম্যান ইয়াকুব আলীর। একাধিক ভোটারের সাথে আলাপ করে জানা যায় বর্তমান আওয়ামীলীগ সরকারের শাসনামলে একজন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হিসেবে খলিশাউড় ইউনিয়নবাসীর আপদে বিপদে, সুখে-দুঃখে সবসময়ই তাকে কাছে পেয়েছেন। তাই খলিশাউড় ইউনিয়নবাসী আবারো তাকে চেয়ারম্যান হিসেবে দেখতে চান। ২০১৬ সালে অনুষ্ঠিত ইউনিয়ন পরিষদ নির্বাচনে তিনি স্বতন্ত্র চেয়ারম্যান  প্রার্থী হয়ে বিপুল ভোটের ব্যবধানে বিজয়ী হন। সেই নির্বাচনে ইউনিয়নবাসীরা তার জনপ্রিয়তার দৃষ্টান্ত স্থাপন করেছেন। রাজনৈতিক অঙ্গনে তিনি পূর্বধলা ইউনিয়ন আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক। জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে তিনি সামাজিক ও রাজনৈতিক কর্মকান্ডে সব ধরনের সাহায্য সহযোগীতা করেছেন। তার সহোদার বড় ভাই হাসান ইমাম সকলের নিকট বরনীয় মানুষ কারন তিনি মহান মুক্তিযোদ্ধে তার শরীরের অঙ্গ বিসর্জিত করে যোদ্ধাহত মুক্তিযোদ্ধার সম্মানে ভূষিত হয়েছেন। এ ধরনের ব্যক্তি দেশের গর্ব ও দেশ প্রেমিক। যোদ্ধাহত মুক্তিযোদ্ধা পরিবারের সন্তান বর্তমান চেয়ারম্যান ইয়াকুব আলী সুশিক্ষিত ও সৎ চরিত্রবান ব্যক্তি। তার দীর্ঘ বিশ্বাস এ এলাকার জনগণ আবারো তাকে ইউনিয়ন পরিষদ নির্বাচনে নির্বাচিত করে ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানের পবিত্র আসনে বসাবে। আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে তিনি খলিশাউড়বাসীর আন্তরিক সহযোগীতা ও সমর্থন প্রত্যাশী।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com