রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ১০:০৪ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদক: করোনা মহামারি রুখতে বিশ্বের বিভিন্ন দেশে শুরু হয়েছে গণহারে টিকা কর্মসূচি। এই ভাইরাসে বিশ্বে প্রায় ৭ কোটি ৯৭ লাখ মানুষ আক্রান্ত হয়েছে। মৃত্যু হয়েছে প্রায় সাড়ে ১৭ লাখ মানুষের। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে করোনা ভ্যাকসিন প্রয়োগ শুরুর দেশগুলোর একটি তালিকা তুলে ধরা হয়েছে। গণহারে করোনার টিকা প্রয়োগকারী দেশগুলোর মধ্যে রয়েছে:
যুক্তরাজ্য৮ ডিসেম্বর মার্গারেট কিনান নামের ৯০ বছরের ব্রিটিশ বৃদ্ধা বিশ্বের প্রথম ব্যক্তি হিসেবে ক্লিনিক্যাল ট্রায়ালের বাইরে ফাইজার-বায়োএনটেকের ভ্যাকসিন নিয়েছেন। যুক্তরাজ্যে ভ্যাকসিন কর্মসূচি শুরু হওয়ার কয়েকদিনের মাথায় দেশটিতে কঠোর লকডাউন জারি করা হয়েছে। দেশটিতে করোনার নতুন স্ট্রেইন শনাক্ত হওয়ার পর এই পদক্ষেপ গ্রহণ করা হয়।সংযুক্ত আরব আমিরাত১৪ ডিসেম্বর সংযুক্ত আরব আমিরাতের রাজধানী আবুধাবিতে করোনা ভ্যাকসিন প্রথম প্রয়োগ করা হয়। তেল সমৃদ্ধ উপসগারীয় দেশটি ফাইজার-বায়োএনটেক ও চীনের উদ্ভাবিত সিনোফার্ম ভ্যাকসিনকে গণহারে প্রয়োগের অনুমোদন দিয়েছে।যুক্তরাষ্ট্র১৪ ডিসেম্বরেই যুক্তরাষ্ট্রে ফাইজারের ভ্যাকসিন প্রয়োগ শুরু হয়। প্রথম মার্কিন নাগরিক হিসেবে নিউ ইয়র্ক সিটির ক্রিটিক্যাল কেয়ার নার্স সান্দ্রা লিন্ডসে ভ্যাকসিন গ্রহণ করেন। ফাইজার-বায়োএনটেকের ভ্যাকসিন অনুমোদন পাওয়ার পর দশ লাখের বেশি মানুষ তা নিয়েছেন। দ্বিতীয় ভ্যাকসিন হিসেবে মডার্নার উদ্ভাবিত ভ্যাকসিনকে অনুমোদন দিয়েছে যুক্তরাষ্ট্র।কানাডাকানাডাতেও প্রথম ফাইজারের ভ্যাকসিন প্রয়োগ শুরু হয় ১৪ ডিসেম্বর। দেশটির কুইবেকের ৮৯ বছরের বৃদ্ধা প্রথম রোগী হিসেবে এই ভ্যাকসিন গ্রহণ করেন। প্রতিবেশী যুক্তরাষ্ট্রের মতোই উত্তর আমেরিকার দেশটি মডার্নার ভ্যাকসিনকেও প্রয়োগের অনুমতি দিয়েছে। সৌদি আরবআরব উপদ্বীপের প্রথম দেশ হিসেবে করোনার ভ্যাকসিন প্রয়োগ শুরু করেছে সৌদি আরব। ১৭ ডিসেম্বর দেশটিতে ফাইজার-বায়োএনটেকের ভ্যাকসিন প্রয়োগ শুরু হয়। সৌদি আরবে এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন ৩ লাখ ৬০ হাজারের বেশি মানুষ এবং মৃত্যু হয়েছে ৬ হাজার ১৪৮ জনের।এছাড়াও গণহারে কোভিড ঊনিশ-এর টিকা দেয়া শুরু হয়েছে লাতিন আমেরিকার মেক্সিকো, চিলি ও কোস্টারিকায়। দক্ষিণ আমেরিকা মহাদেশে প্রথম করোনার টিকা নিয়েছেন মেক্সিকোর একজন নার্স। সংক্রমণের বিস্তার ঠেকাতে বৃহস্পতিবার ২৪ ডিসেম্বর টিকাদান কার্যক্রম শুরু করল এই তিন দেশ।করোনায় মৃত্যুর হারে শীর্ষে থাকা দেশগুলোর একটি মেক্সিকো। করোনায় মৃত্যুতে যুক্তরাষ্ট্র, ব্রাজিল ও ভারতের পরই দেশটির অবস্থান। মেক্সিকোতে এখন পর্যন্ত ১৩ লাখের বেশি মানুষ করোনায় আক্রান্ত হয়েছেন। মারা গেছেন অন্তত ১ লাখ ২০ হাজার। এ অবস্থায় কোভিড মোকাবিলায় সম্মুখসারিতে থাকা সব স্বাস্থ্যকর্মীকে আগামী মার্চের মধ্যে টিকার আওতায় আনতে চায় মেক্সিকো সরকার।গণহারে টিকা দেওয়া শুরুর আগের দিন মেক্সিকোর কেনা ৩ কোটি ৪০ লাখ ডোজ টিকার প্রথম চালানের ৩ হাজার ডোজ বেলজিয়াম থেকে এসে পৌঁছায়।একইদিন মেক্সিকোর দুই প্রতিবেশী দেশ চিলি এবং কোস্টারিকায় ফাইজার-বায়োএনটেকের টিকা দেওয়া শুরু হয়।ব্রিটিশ গণমাধ্যম বিবিসি বলছে, লাতিন আমেরিকার আরেক দেশ আর্জেটিনায় রাশিয়ার উদ্ভাবিত কোভিড ভ্যাকসিন ‘স্পুটনিক-ভি’ জরুরিভিত্তিতে ব্যবহারের অনুমোদন দিয়েছেন দেশটির স্বাস্থ্য বিশেজ্ঞরা। ইতিমধ্যে রাজধানী বুয়েন্স আয়ার্স-এ স্পুটনিক-ভি’র ৩ লাখ ডোজের প্রথম চালান এসে পৌঁছেছে। আর্জেন্টিনায় এ পর্যন্ত ১৫ লাখের বেশি মানুষ করোনায় আক্রান্ত হয়েছেন। মৃতের সংখ্যা ৪২ হাজার ছাড়িয়েছে।