শুক্রবার, ১৩ ডিসেম্বর ২০২৪, ০২:৫২ পূর্বাহ্ন
ভারত সফরে এসেছেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। বৃহস্পতিবার তাকে ভারতের দিল্লিতে ক্রিকেট খেলতে দেখা গেল। সঙ্গে ছিল তার ছেলেমেয়েরাও। এসময় ট্রুডোর সঙ্গে খেলায় যোগ দেন কপিল দেব ও মহম্মদ আজহারউদ্দিন।
ভারতীয় সংবাদসংস্থা এএনআইএর ভিডিওতে দেখা যায়, ব্যাট হাতে বাইশ গজের দিকে এগিয়ে যাচ্ছেন জাস্টিন ট্রুডো। তারপর ছেলের হাতে ব্যাট তুলে দিচ্ছেন কানাডার প্রধানমন্ত্রী। মহম্মদ আজহারউদ্দিন ও কপিলদেব ক্রিকেটের পরামর্শ দিয়েছেন জাস্টিন ট্রুডোর ছেলেকে।
উল্লেখ্য, গত শনিবার ভারতে পা রেখেছেন জাস্টিন ট্রুডো। শুক্রবার নরেন্দ্র মোদির সঙ্গে বৈঠক রয়েছে তার। রাজনৈতিক ব্যস্ততার মাঝে বৃহস্পতিবার দিল্লিতে ক্রিকেট খেলতে নেমে পড়লেন তিনি। সঙ্গে পেয়েছেন ভারতের দুই সাবেক ক্রিকেট অধিনায়কের পরামর্শ।