দিলীপ কুমার দাস ও মাসুদ আলম:
ময়মনসিংহের গৌরীপুরে শুক্রবার (৮ জানুয়ারি ২১) রাত ৮ টার সময় বাগানবাড়ী মন্দির মাঠে ওয়ার্ড আওয়ামীলীগের উদ্যোগে নৌকা প্রতীকের মনোনীত প্রার্থী সাবেক মেয়র শফিকুল ইসলাম হবি’কে আগামী পৌরসভা নির্বাচনে বিজয়ী করার লক্ষে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে বাবু যতীন্দ্র বর্মনের সভাপতিত্বে ও গৌরীপুর সরকারী কলেজের সাবেক ভিপি ছাত্রনেতা মাহবুবুর রহমান শাহীনের সঞ্চালনায় বক্ত্যব রাখেন আওয়ামীলীগ মনোনীত নৌকা প্রতীকের মেয়র পদপ্রার্থী ও সাবেক মেয়র শফিকুল ইসলাম হবি বলেন, জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতীক নৌকা এদেশের ৩০ লক্ষ শহীদের প্রতীক নৌকা, স্বাধীনতার প্রতীক নৌকা তাই নৌকা প্রতীকের মনোনীত প্রার্থীর বিজয় মানে আওয়ামীলীগের বিজয়ের মাধ্যমে জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করা। তিনি আগামী গৌরীপুর পৌরসভা নির্বাচনে নৌকার বিজয়ের মাধ্যমে গৌরীপুর পৌরসভা কে একটি আধুনিক ও উন্নত পৌরসভায় রুপান্তরিত করার প্রত্যাশা ব্যক্ত করেন।
এসময় আরো বক্ত্যব রাখেন, গৌরীপুর উপজেলা আওয়ামীলীগের প্রবীন রাজনীতিবিদ সহ-সভাপতি বাবু সত্যেন দাস, ছাত্রলীগের সাবেক সভাপতি ইকরাম হোসেন মামুন, যুবলীগ সভাপতি সানাউল হক, সরকারী কলেজের সাবেক জিএস মাজাহারুল ইসলাম টুটুল, পৌর আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি মো: আব্দুল কাদির, কমিউনিটি পুলিশিং কার্যক্রমের সাবেক সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন দুলাল। উপস্থিত ছিলেন আওয়ামীলীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মী ও বাগানবাড়ী মহল্লার কয়েক শতাধিক হিন্দু সম্প্রদায়ের লোকজন।